Governor C. V. Ananda Bose and CM Mamata Banerjee. (Photo Credits: X)

রাজ্যপাল সিভি আনন্দ বোসের চা খাওয়ার আমন্ত্রণে সাড়া দিয়ে আজ রাজভবনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যপাল আমন্ত্রণ করেছেন মুখ্যমন্ত্রীকে। আপাতদৃষ্টিতে সৌজন্য বৈঠক হলেও এটি তাৎপর্যপূর্ণ। সম্প্রতি উপনির্বাচনে জেতা নতুন ছয় বিধায়কের শপথ নিয়ে কোনও জটিলতা তৈরি করেননি রাজ্যপাল। বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করিয়েছেন এমনকি উপাচার্য ইস্যুতেও সুপ্রিম কোর্টের বক্তব্যের পর অনেকটা নরম হতে বাধ্য হয়েছেন রাজ্যপাল।২ দিন আগেই রাজ্যের সুপারিশ মেনে ৬ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। এবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন রাজভবনে। তাই  সূত্রের খবর, উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে।

পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে রাজভবন-নবান্নের মধ্যে দূরত্ব তৈরি হয়। পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় হিংসা নিয়ে সরব হন রাজ্যপাল। রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে পৌঁছয় উপাচার্য নিয়োগ ঘিরে। সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছিল সেই সংঘাত। আবার রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ ঘিরে সরব হন মুখ্যমন্ত্রী। ডাকলেও রাজভবনে যাবেন না বলে তিনি মন্তব্য করেন।তবে যে কোনও কারণেই হোক, রাজ্যপাল এখন রাজ্য সরকারের সঙ্গে কোনও সংঘাতমূলক পরিস্থিতিতে না জড়ানোর বার্তা দিচ্ছেন। মুখ্যমন্ত্রীও সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখাচ্ছেন।