Mamata Banerjee (Picture Credits: ANI)

কলকাতা, ১৬ মার্চ: তিন বছর আগে রাজ্য সরকারের কাছে পেগাসাস (Pegasus) কেনার প্রস্তাব এসেছিল। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট বক্তৃতায় এমনটাই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার ফোনে আড়ি পাতে। এমনকি আমার ফোনেও আড়ি পাতা হয়। কোনও কথা বললে সবকিছু জেনে নেবে ওরা। তিন বছর আগে আমার কাছেও পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি কিনিনি। বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্নাটক ইত্যাদি রাজ্যে পেগাসাস কেনা হয়েছে। চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী থাকাকালীন অন্ধ্রপ্রদেশ সরকারও কিনেছিল। আমি কিনিনি কারণ মানুষের বাক্‍‍স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইনি।"

সম্প্রতি, বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। যদিও আদ রাজ্য পুলিশের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বাংলার পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের (Scotland Yard) তুলনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "রাজনৈতিক রং দেখে কাজ করবে না পুলিশ। রাফ অ্যান্ড টাফ হতে হবে, আবার মানবিকও হতে হবে। বিজেপি শাসিত রাজ্যে মানুষ বিচার পায় না, বাংলায় পায়। আইন আইনের পথেই চলবে।" আরও পড়ুন: Mamata Banerjee: ইউক্রেন ফেরৎ পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রীকে

গতবছর প্রকাশ্যে এসেছিল পেগাসাস ইস্যুটি। তারপরই এই ঘটনা নিয়ে শোরগোল পড়েগিয়েছিল দেশজুড়ে। মামলা গড়িয়েছিল শীর্ষ আদালত পর্যন্ত। অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করে রিপোর্ট জমা দিতে বলেছিল। প্রাথমিক তদন্তের পর প্যানেল সম্প্রতি রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে।