শাহরুখ খান (Shah Rukh Khan), দেবের (Dev) পর এবার পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মঙ্গলবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit 2023) উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর (West Bengal New Brand Ambassador) হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চে সৌরভকে আমন্ত্রণ জানিয়ে তাঁর হাতে তুলে দিয়েছেন নিয়োগপত্র।
২০২০ সালে বাংলার প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে বলিউড কিং শাহরুখ খানকে (Shah Rukh Khan) বেছে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই থেকে বাংলার মুখ ছিলেন কিং খানই। তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যে কোন ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিল না। গদিতে বসে অভিনেতা শাহরুখ খানকে রাজ্যের দূত বানান মমতা। এরপর চলতি বছরের মার্চ মাসে নবান্নের বৈঠকে অভিনেতা দেবকে (Dev) বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাড হওয়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। তবে দেবকে প্রস্তাব দিলেও মমতা জানিয়ে ছিলেন শাহরুখ খান যেমন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আছেন তেমনই থাকবেন। তবে শাহরুখকে সরিয়ে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে সৌরভের এই নিয়োগ কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করেনি মুখ্যমন্ত্রী।
দেখুন...
#WATCH | At the Bengal Global Business Summit, West Bengal CM Mamata Banerjee says "Sourav Ganguly is a very popular figure and he can work for the young generation in a very good manner. I want to involve him as the Brand Ambassador of Bengal..." pic.twitter.com/ix2mrBGwwf
— ANI (@ANI) November 21, 2023
আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS 2023) মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর (West Bengal New Brand Ambassador Sourav Ganguly) হিসাবে ঘোষণা করে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ঘোষণার সময়ে মুখ্যমন্ত্রী বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি তরুণ প্রজন্মের জন্য খুব ভালভাবে কাজ করতে পারেন। তাই আমি তাঁকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে যুক্ত করতে চাইছি'। তাঁর নিয়োগপত্র মঞ্চে এসে প্রাক্তন ক্রিকেটারকে গ্রহণ করতে অনুরোধ করেন মমতা।