কলকাতা, ২৬ নভেম্বর: ১ ডিসেম্বর থেকে রাজ্যের সকল পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পের (Swastha Sathi Scheme) আওতায় আনা হবে। বেসরকারি হাসপাকালে ৫ লাখ পর্যন্ত বিমার বিমার সুবিধা পাওয়া যাবে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। ২০২১ বিধানসভা নির্বাচনের (2021 West Bengal Assembly Polls) আগে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর। পড়ুন: Kalyan Banerjee To Jagdeep Dhankar: ক্রিমিনালদের সঙ্গে আঁতাত রয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের, বিস্ফোরক অভিযোগ কল্যাণ ব্যানার্জির
স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে সকল উপভোক্তাকে দেওয়া হবে স্মার্টকার্ড। সেই কার্ডের বিনিময়ে যেকোনও বেসরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা করানো যাবে। এক্ষেত্রে প্রতিটি পরিবারের সকলের চিকিৎসা সম্পন্ন হলেও মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের অধীনে সাড়ে সাত কোটি মানুষ রয়েছেন, আরও আড়াই কোটি মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পনের অধীনে নিয়ে আসা হবে।
১ ডিসেম্বর থেকে রাজ্যের মানুষের ঘরে ঘরে গিয়ে এই প্রচার করা হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, "রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের অধীনে একটি কার্ড দেওয়া হবে। যে স্মার্ট কার্ডের মধ্যে পরিবারের সমস্ত তথ্য দেওয়া থাকবে। এই স্মার্ট কার্ডের মাধ্যমে যেকোনও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো যাবে।" যারা এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এখনও নাম নথিভুক্ত করেননি। তাদের অবিলম্বে এই প্রকল্পে নাম লেখানোর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।