Mamata Banerjee (Photo Credit: FB)

আজ উত্তরবঙ্গে সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দেড়টা নাগাদ বাগডোগরা পৌঁছবেন তিনি।তিনটে নাগাদ উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠক করবেন। সরকারি এই অনুষ্ঠানে বাংলার কৃষি,সহ একাধিক ক্ষেত্রে পরিষেবা প্রদান করা হবে।বৈঠক ও পরিষেবা প্রদান শেষে প্রত্যেক জেলার দলীয় কার্যালয় থেকে আরও একটি সাংবাদিক বৈঠক হবে।সেই বৈঠকে বক্তা থাকবেন জেলা নেতৃত্বেরা এমনটাই জানা গেছে।

পুজোর পরেই ৫ই অক্টোবর বন্যা ও ভূমিধ্বসে বিপর্যস্ত হয়ে গিয়েছিল উত্তরবঙ্গ।আর এই কারণেই দুর্গা পূজার কার্নিভাল শেষ করেই ৬ই অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছে বিপর্যয় মোকাবিলার জন্য তদারকি করেছিলেন।উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতায় ফেরার সময় তিনি জানিয়ে গিয়েছিলেন,অল্প সময়ের ব্যবধানেই আবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আসবেন।ঠিক তাই আবার ১২ই অক্টোবর উত্তরবঙ্গে আসেন মুখ্যমন্ত্রী।ডুয়ার্স এবং পাহাড়ের পরিস্থিতি দ্বিতীয় দফায় সরজমিনে ঘুরে দেখেন।সেবারও কলকাতায় ফেরার সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন,উত্তরের বিপর্যস্ত মানুষের খোঁজখবর নিতে তিনি আবারও আসবেন।আর তাই উত্তরবঙ্গের ধস এবং বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ফের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বাগডোগরা বিমানবন্দরে নামার পরই মুখ্যমন্ত্রী সড়কপথে সোজা চলে যাবেন উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায়।সেখানেই তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ক্ষয়ক্ষতির মূল্যায়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন।সূত্রের খবর,উত্তরবঙ্গের যে সমস্ত জেলা (দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি,কোচবিহার ও আলিপুরদুয়ার) বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে,সেই সমস্ত জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।তবে আলিপুরদুয়ার,কোচবিহারের মতো জেলার জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।