দলের নতুন কার্যালয় উদ্বোধন সহ একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Bandopadhyay) আগামী সোমবার, ৯ জুন দিল্লি যাচ্ছেন । তৃণমূল কংগ্রেস সূত্রে খবর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বকেয়া নিয়ে ফের আলোচনা করার জন্য মুখ্যমন্ত্রীর দফতর থেকে প্রধানমন্ত্রীর দফতরে সময় চাওয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক (Modi-Mamata Meet) হতে পারে। নবান্ন সূত্রে খবর, এই মুহূর্তে নানা প্রকল্প ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণের অর্থ বাবদ রাজ্যের বকেয়া প্রায় ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা। আটকে রয়েছে একশো দিনের কাজ, বাংলার বাড়ি প্রকল্পের টাকাও। একশো দিনের কাজ ও আবাস প্রকল্প সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের পাওনা টাকা এখনও মেলেনি বলে তৃণমূলের দাবি। এর আগে দিল্লি ও কলকাতায় রাজ্যের বকেয়া নিয়ে আন্দোলন হয়েছে তৃণমূলের তরফে।
এছাড়া দিল্লি সফরে থাকাকালীন তৃণমূল কংগ্রেসের নতুন দলীয় দফতরের উদ্বোধন ও তৃণমূলের সাংসদদের সঙ্গেও সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। একটি পার্টি অফিসেরও উদ্বোধন করার কথা।সফরে আরও কিছু প্রশাসনিক ও দলীয় কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে, তবে সফরসূচী চূড়ান্ত হলে মুখ্যমন্ত্রীর বিস্তারিত পরিকল্পনা জানানো হবে। ইতিপূর্বে রাজ্যের দাবি নিয়ে একাধিকবার মমতা দিল্লি গিয়েছেন। প্রধানমন্ত্রীকেও দাবিপত্র তুলে দিয়েছেন। মোদী প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছু হয়নি বলে দাবি। তবু গণতান্ত্রিক রীতি মেনে আবারও রাজ্যের বিপুল বকেয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তিনি তুলে ধরতে চান।
আগামী সপ্তাহে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। #SangbadPratidinhttps://t.co/rEfZ2MxTji
— Sangbad Pratidin (@SangbadPratidin) June 4, 2025