মালদহ দক্ষিণ: বংশ পরম্পরায় গনিখান (Gabi khan)পরিবারের দখলেই রয়ে গিয়েছে মালদহ দক্ষিণ কেন্দ্রটি। এখানেও অন্য কোনও রাজনৈতিক দল জায়গা করে উঠতে পারেনি।
বিধানসভা কেন্দ্র: মানিকচর, ইংলিশবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফরাক্কা, সামশেরগঞ্জ
এবার এই কেন্দ্র ত্রিমুখী লড়াই। বামেরা প্রার্থী দেয়নি এই কেন্দ্রে। শাসক দলেরও তেমন কোনও জোরদার মুখ নেই।
২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল
আবু হাসেম খান চৌধুরি(কংগ্রেস)—প্রাপ্ত ভোট ৩৮০,২৯১(Abu Hasem Khan Chowdhury)
বিষ্ণুপদ রায়(বিজেপি)—প্রাপ্ত ভোট ২১৬,১৮১(BJP)
আবুল হাসনাত খান(সিপিএম)—প্রাপ্ত ভোট ২০৯,২৮০
ডঃ মোয়াজ্জেম হোসেন(তৃণমূল কংগ্রেস)—প্রাপ্ত ভোট ১৯২,৬৩২
২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী
আবু হাসেম খান চৌধুরি(কংগ্রেস)
শ্রীরূপা মিত্র চৌধুরী(বিজেপি)
ডঃ মোয়াজ্জেম হোসেন(তৃণমূল কংগ্রেস)
মন্তব্য: কংগ্রেসের গড় এবারও কী কংগ্রেসেই থেকে যাবে। মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল আবু হাসেম খান চৌধুরি নাকি তৃণমূলে যোগ দিচ্ছেন। সেসব জল্পনার অবসান হয়েছে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরেই।