Yogi Adityanath at Malda: মালদার জনসভায় লাভ জিহাদ, গোহত্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
যোগী আদিত্যনাথ (Picture Credits: ANI)

কলকাতা, ২ মার্চ: মালদার গাজোল কলেজের মাঠে পৌঁছন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সভায় বক্তব্য রাখেন যোগীজি। তিনি বলেন, ‘সনাতন সংস্কৃতির পীঠে আসার সৌভাগ্য হবে আমার। বন্দে মাতরম মন্ত্রে দীক্ষিত বীরভূমিকে আমার প্রণাম। এই মন্ত্রে দেশে জাগরিত হয়েছিল রাষ্ট্রীয় চেতনা। দেশের প্রথম নোবেল এনে দিয়েছিল বাংলা। বাংলা আগে দেশকে দিশা দেখাত, নেতৃত্ব দিত। এখন বাংলায় অপরাধ, অরাজকতা বেড়েছে। এখানে কেন্দ্রের প্রকল্প চালু হয় না। দুর্গাপুজো করতে এখানে সমস্যায় পড়তে হয়। জয় শ্রীরাম বললে বাধা কেন? রাম নাম অপছন্দ করলে বাংলায় জায়গা নেই। বাংলার কুটিরশিল্প ভেঙে পড়ছে।‘

পশ্চিমবঙ্গ হিংসার ভূমি হয়ে উঠেছে। লাভ জিহাদের (Love Jihad) ঘটনা ঘটছে বলে দাবি যোগী আদিত্যনাথের। পাশাপাশি আয়ুষ্মান ভারত, কিষান সম্মান নিধি লাগু হয়নি বলেও তৃণমূল সরকারের ওপর আঙ্গুল তোলেন যোগীজি। বাংলায় তুষ্টিকরন করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বাংলায় গোহত্যা করা যাবে না, উত্তরপ্রদেশেও যেমন হয় না। সমস্ত বেআইনি গরু পাচার বন্ধ করবে বিজেপি। উত্তরপ্রদেশে চার বছরে কোনও দাঙ্গা হয়নি, কোনও পুজোতে বাধা দেওয়া হয় না বলেও দাবি করেন তিনি। ঈদ এবং দুর্গাপুজোর সময় দুর্গাপুজোকে বাধা দেওয়া হয়। বিজেপি সরকার গড়লে গরুচুরি, অরাজকতা বন্ধ হয়ে যাবে বলে দাবি করেন তিনি। আরও পড়ুন, আজ রাজ্যে আসছেন যোগী আদিত্যনাথ, মালদায় তাঁর সভাস্থল ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা

আজ এই সভায় উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo), দেবশ্রী চৌধুরী (Debashree Choudhury), অর্জুন সিংহ (Arjun Singh), সায়ন্তন বসু (Sayantan Basu), অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chyatterjee) সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। বাংলায় যাত্রার আগে আজ সকালে তিনি লেখেন, "নমস্কার বাংলা। সনাতন সংস্কৃতির পীঠে আসার সৌভাগ্য হবে আমার। বন্দেমাতরম মন্ত্রে দীক্ষিত বীরভূমিকে আমার প্রণাম। এই মন্ত্রে দেশে জাগরিত হয়েছিল রাষ্ট্রীয় চেতনা।"