প্রতীকী ছবি (File Photo)

বর্ষশেষে আগে উৎসবের মরসুমে মেতেছে রাজ্যবাসী। আর এই আবহে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে মাদকও। শনিবার রাতে মালবাজার (Malbazar) থানার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে মাল ব্লকের ডামডিম হাট এলাকায় এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণের নিষিদ্ধ কাফ সিরাপ, ট্যাবলেট, আগ্নেয়াস্ত্র ও লক্ষাধিক টাকার সোনা। যদিও কোনও ব্যক্তি গ্রেফতার হয়নি বলেই খবর। তবে অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

জানা যাচ্ছে, স্থানীয় মহম্মদ রহিম নামে এক ব্যক্তির বাড়িতে গত কয়েকদিন ধরেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আনাগোনা দেখা যাচ্ছিল। তারপরেই পুলিশ গোপনসূত্রে খবর পায় যে ওই বাড়িতে নিষিদ্ধ মাদক পাচার হচ্ছে। সেই খবর পেয়েই এদিন ওই বাড়িতে হানা দেয় বিরাট পুলিশ বাহিনী। আর তারপরেই দরজা ভেঙে দেখতে পায় বাক্স বাক্সতে ভর্তি মাদক। টিনের চালে ত্রিপল দেওয়া অবস্থায় ছিল ২৪ বাক্স। সেখান থেকে উদ্ধার হয় ৫৭৫২টি ট্যাবলেট, ১০৭৮টি সিরাপের বোতল, তিনটি সোনার গয়না ও একটি বন্দুক। এছাড়া পলাতক ব্যক্তির কিছু নথিপত্রও উদ্ধার হয়েছে বলে খবর।