শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের রেজাল্ট। আর এই রেজাল্ট দেখেই সিলিং ফ্যানে দড়ি বেধে আত্মহত্যার পছ বেছে নিল এক কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে (Ghatal)। জানা যাচ্ছে, পরীক্ষার রেজাল্ট প্রত্যাশামতো না হওয়ায় চরম সিদ্ধান্ত নিয়েছে ঋতম ঘোষ নামে ওই কিশোর। ইতিমধ্যেই পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আচমকা এমন ঘটনা ঘটনায় শোকস্তব্ধ হয়ে গিয়েছে মৃতের বাবা-মা, পরিবার ও প্রতিবেশীরা।
রেজাল্ট ভালো না হওয়ায় আত্মঘাতী পড়ুয়া
জানা যাচ্ছে, ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুরে ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর এদিন ঋতমের মা সকালে প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। আর তাঁর বাবা বেরিয়ে পড়েছিলেন কাজে। এই সুযোগেই আত্মঘাতী হয় ওই কিশোর। ঋতম পড়াশুনোয় ভালোই মেধাবী ছিলে। শ্রী অরবিন্দ বিদ্যামন্দির থেকে মাধ্যমিক দিয়েছিল। স্কুলের শিক্ষকরাও আশা করেছিলেন যে ঋতম মাধ্যমিকে ভালো ফল করবে। কিন্তু রেজাল্ট প্রকাশিত হলে দেখা যায় ৩৪৭ নম্বর পেয়ে পাশ করেছে সে।
তারপর থেকেই মনমরা হয়ে ঘরে বসেছিল। এদিকে বাবা-মা ঘর থেকে বেরিয়ে যেতেই সেই সুযোগে আত্মহত্যা করে কিশোর। পরিবারের সদস্যরা ঘরে ঢুকে এমন দৃশ্য দেখে তড়িঘড়ি ঝুলন্ত দেহ নামিয়ে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।