Madhyamik Examination Postponed: আপাতত হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা, জানালো মধ্যশিক্ষা পর্ষদ
(Photo Credits: Pexels)

আগামী ১ জুন থেকে হওয়ার কথা ছিল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination )। তা আপাতত হচ্ছে না বলে জানালো মধ্যশিক্ষা পর্ষদ। করোনার ভয়াবহ পরিস্থিতির কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। এরপর কবে হবে তা এখনও জানায়নি পর্ষদ। পরীক্ষা স্থগিত হবে কিনা তাও জানানো হয়নি। লোকাল ট্রেন বন্ধ, মেট্রো পরিষেবা অর্ধেক করা হয়েছে। এই অবস্থায় এখন পরীক্ষা নেওয়া অসম্ভব বেল জানলো পর্ষদ।