Lok Sabha Elections 2019:মদন কী পারবেন অর্জুনের জায়গা নিতে?‌
মদন মিত্র ও অর্জুন সিং

৭ মে,২০১৯: ফের মদন মিত্রর(Madan Mitra) উপরেই আস্থা রাখলেন মমতা ব্যানার্জি(Mamata Banarjee)। সেকারণেই ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে অর্জুন সিংয়ের (Arjun Sing)বদলি হিসেবে মদনকেই বেছে নিয়েছেন তিনি। কিন্তু সেই তেজ এবং প্রতাপ কী এখনও আছে তাঁর। যে দাপটে ভরসা রেখেই নেত্রীর এই সিদ্ধান্ত সেটা কী পূরণ করতে পারবেন মদন মিত্র?‌ এই নিয়ে দলের অন্দরের নেতাদের মধ্যেও দ্বিধা রয়েছে।

তবে নেত্রী যখন বলেছেন তখন মেনে নেওয়া ছাড়া কোনও উপায় নেই। কারণ সারদা মামলায়(Sarada Case) মদন জেলে যাওয়ার পর থেকে দল প্রায় এক ঘরে করে রেখেছিল মদন মিত্রকে। নেত্রী থেকে পাড়ার নেতা কেউই খুব একটা নাম নিতেন না তাঁর। কিন্তু মদন মিত্র কিন্তু দুঁদে রাজনীতিকের মতেই তৃণমূলের খুঁটি ধরে ছিলেন। নেত্রী এবং দল বিরোধী একটি কথাও মুখ থেকে বের করেননি।

জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেও মদন মিত্রকে বড় একটা কালীঘাটে(Kalighat) যেতে দেখা যায়নি। কামারহাটির(Kamarhati) বাড়িতে বসেই দলের হয়ে নানা কথা বলতেন। ফেসবুকে মাঝে মাঝে লাইভ করতেন। কখনও আবার ভিডিও করে ফেসবুকে অপলোড করতেন। আগ বাড়িয়ে কখনও কখনও কামারহাটির বাসিন্দাদের সমস্যা মেটানোর কথা বলতেন। কিন্তু মদনের সব কাজই তিনি করতেন দলের নাম নিয়ে। তাই কোনওভাবেই মদনকে বিদ্রোহী প্রমাণ করতে পারেনি দল। সেটা না পারলেও দল তাকে কাছে টেনেও নেয়নি। দীর্ঘ অপেক্ষার পর বোধ হয় দলের একটু হলেও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেলেন মদন।

তবে ভাটপাড়ায় অর্জুনের বদলি মদন মিত্রই হতে পারেন মমতার এই ভাবনায় কতটা সাফল্য আসবে সেটা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। কারণ বয়সের ভারে অনেকটাই পিছিয়ে পড়েছেন মদন। শ্রমিক নেতা হিসেবে সে দাপটও আর নেই। অনুরাগী যে এখনও আছে তা অস্বীকার করার জায়গা নেই। তবে সেই অনুরাগী কী অর্জুনের অনুরাগীর সংখ্যা ছাপিয়ে যাবে। কারণ গত কয়েক বছরে ভাটপাড়া এলাকায় যে দাপট অর্জুন সিং দেখিয়েছে তাতে মদনের কাবু হতে পারেন। সম্ভাবনা ফিফটি ফিফটি বলা যায়।