Mamata Banerjee (Photo Credit: FB)

কলকাতা: গতকাল তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রামকৃষ্ণদেবের প্রসঙ্গ টেনে নেতা-কর্মীদের ‘ফোঁস’ করতে বলেন। এই মন্তব্যের জেরে ব্যপক বিতর্ক তৈরি হয়েছে। আজ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স হ্যান্ডলে লিখছেন, “আমি কিছু প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়াতে একটি বিভ্রান্তিমূলক প্রচারণা শনাক্ত করেছি, যা গতকাল আমাদের ছাত্র পরিষদের সভা থেকে আমি যে বক্তৃতা দিয়েছিলাম তার প্রসঙ্গ দিয়ে প্রকাশ করা হয়েছে।

আমি স্পষ্ট করে জানাচ্ছি, যে আমি চিকিৎসকদের বা তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি। আমি তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি। তাঁদের আন্দোলন অকৃত্রিম। আমি কখনই তাঁদের হুমকি দেইনি। যা অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।

আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি। আমি তাঁদের বিরুদ্ধে কথা বলেছি কারণ ভারত সরকারের সমর্থনে তাঁরা আমাদের রাজ্যে গণতন্ত্রের বাঁধা হয়ে দাঁড়াচ্ছে এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কেন্দ্রের সমর্থনে তাঁরা অনাচার তৈরি করার চেষ্টা করছে। আমি তাঁদের বিরুদ্ধে আমার আওয়াজ তুলেছি।

আমি আরও স্পষ্ট করছি যে আমি গতকাল আমার বক্তৃতায় যে বাক্যাগুলি ব্যবহার করেছি তা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একটি উদ্ধৃতি। কিংবদন্তি সাধক বলেছিলেন, মাঝে মাঝে আওয়াজ তুলতে হয়। অপরাধ ও ফৌজদারি অপরাধ হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে। সেই বিষয়ে আমার বক্তৃতা ছিল মহান রামকৃষ্ণের উক্তির সরাসরি ইঙ্গিত।”

কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন- 

রামকৃষ্ণ পরমহংসদেব এবং একটি গোখরো সাপের গল্প শুনিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এক বার একটা গোখরো সাপ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে বলেছিল, ঠাকুর আপনি আমাকে কামড়াতে বারণ করেছেন। কিন্তু আমায় ওরা রোজ ইট মারে। আমার রক্ত ঝরে। আমার যন্ত্রণা হয়। রামকৃষ্ণ তাঁকে বলেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি। কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি।’ এরপর সমাবেশে জনতার উদ্দেশে মমতা বলেন, ‘আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দেওয়া। ফোঁস করতে শিখুন, ‘ফাঁস’ করতে শিখুন।’