কলকাতাঃ জোড়া হাতের ডেরা বলেই পরিচিত বহরমপুর। বলা ভাল, অধীর গড় নামেই বেশি পরিচিত এই লোকসভা কেন্দ্র। ২০০৯ সাল থেকে সেখানে জয়ী হয়ে আসছেন অধীর রঞ্জন চৌধুরী। তবে এ বার সেখানে পদ্ম ফোটাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। চব্বিশের নির্বাচনেও এই কেন্দ্র থেকে লড়ছেন অধীর রঞ্জন চৌধুরীর । অন্যদিকে বহরমপুরে এ বার তৃণমূলের চমক প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। গেরুয়া শিবিরের হয়ে লড়ছেন ডঃ নির্মল কুমার সাহা।

২০১৯ সালে এই কেন্দ্র থেকে ৫ লক্ষ ৯১ হাজার ১০৬ টি ভোট পেয়ে জয়ী হন অধীর রঞ্জন চৌধুরী। দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল কংগ্রেস। ৫ লক্ষ ১০ হাজার ৪১০ ভোট পেয়েছিলেন তৃণমূলের অপূর্ব সরকার ওরফে ডেভিড। বিজেপির হয়ে মাত্র ১১ শতাংশ ভোট পেয়েছিলেন কৃষ্ণা জোয়ারদার। সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই বহরমপুর লোকসভা কেন্দ্র। যার মধ্যে রয়েছে নওদা, ভরতপুর,বড়ঞা,কান্দি, রানিনগর, বেলডাঙ্গা ও বহরমপুর। এই কেন্দ্রে তৃণমূলের উত্থান ২০১৪ সালে। সে বার ঘাসফুলের হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার বিশিষ্ট গায়ক ইন্দ্রনীল সেন। ১৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন তিনি। বিজেপর হয়ে দাঁড়িয়েছিলেন দেবেশ অধিকারী। তিনি পেয়েছিলেন ৭ শতাংশ অর্থাৎ ৮১ হাজার ভোট।