Mamata Banerjee (Photo Credit: Facebook)

কলকাতা, ৩ জুন: লোকসভা নির্বাচন (lLoksabha Election) শেষ হওয়ার পর যে বুথ ফেরৎ সমীক্ষার ফল সামনে আসে, তাতে দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও (West Bengal) বিজেপির (BJP) ভাল ফলের ইঙ্গিত মিলেছে। যা প্রকাশ্যে আসতেই মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বুথ ফেরৎ সমীক্ষার ফল নিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এক্সিট পোলের কোনও মূল্য নেই। সংবাদমাধ্যমগুলি এক্সিট পোলের ফল দেখানোয়, তাদেরও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। টিভি ৯ বাংলার সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানান, ২০১৬, ২০১৯ এবং ২০২ সালের এক্সিট পোলও দেখা হয়েছে। ওই সব বছরগুলির বুথ ফেরৎ সমীক্ষায় যা বলা হয়েছে, তার সত্য রূপ প্রকাশ পায়নি বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Loksabha Election 2024: বুথ ফেরৎ সমীক্ষায় মোদীর ক্ষমতায় ফেরার আভাস জোর কদমে, NDA জোটের ফেরার ইঙ্গিতে মুখ খুললেন সোনিয়া গান্ধী

এসবের পাশাপাশি কংগ্রেস এবং সিপিআইএমকেও কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। পশ্চিমবঙ্গে সিপিআইএম কংগ্রেস, বিজেপিকে সাহায্য করেছে বলে ওই দুই রাজনৈতিক দলকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।