কলকাতাঃ পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হল ডায়মন্ড হারবার (Diamond Harbour)। এই কেন্দ্রের বর্তমান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । এ বারের নির্বাচনেও এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের (TMC)হয়ে লড়ছেন তিনি। অভিষেকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির (BJP) অভিজিৎ দাস, ওরফে ববি। আইএসএফের সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় বাম শিবিরের হয়ে দাঁড়িয়েছেন প্রতীক-উর-রহমান। আর আইএসএফ-এর প্রার্থী মঞ্জু লস্কর। শোনা গিয়েছিল আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী এই আসন থেকে দাঁড়াবেন, তবে তা হয়নি।

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোর টক্কর হয়েছিল তৃণমূল কংগ্রেসের। ৭,৯১,১২৭ ভোটে বিজয়ী হন বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী ছিলেন নীলাঞ্জয় রায়। তিনি পেয়েছিলেন নীলাঞ্জয় রায়। অন্যদিকে সিপিএমের হয়ে ফুয়াদ হালিম পেয়েছিলেন ৯৩,৯৪১ ভোট। সে বার কংগ্রেসের হয়ে টিকিট পেয়েছিলেন সৌম্য আইচ রায়। তিনি পেয়েছিলেন ১৯,৮২৮ ভোট। ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হল বিষ্ণুপুর, মেটিয়াবুরুজ,মহেশতলা, বজবজ, সাতগাছিয়া। এই কেন্দ্রের জনসংখ্যা ২২ লক্ষের বেশি। এই কেন্দ্রে শাসক দলের দাপট থাকলেও ধীরে-ধীরে ক্ষমতা প্রসারের চেষ্টা চালাচ্ছে পদ্ম শিবির।  ডায়মন্ড হারবার কেন্দ্রের বেশ কয়েকটি এলাকায় বাম ও আইএসএফ-এর সংগঠনও বেশ সক্রিয়। এ বারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে কড়া টক্কর হবে বলে মনে করা হচ্ছে। এই কেন্দ্রে ভোটগ্রহণ পক্রিয়া হবে শেষ দফা, অর্থাৎ ১ লা জুন।