পিএম নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। (Photo Credit: ANI/PTI)

কলকাতা, ১৮ মে:  একেবারে শেষের পথে ২০১৯ লোকসভা নির্বাচন। সাত দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2019)-এর 'দশমী' কাল, ১৯ মে, রবিবার।  শেষ দফার নির্বাচনের জন্য নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। আগের দফাগুলো থেকে শিক্ষা নিয়ে বাহিনী মোতায়েন নিয়ে আরও সতর্ক কমিশন। অমিত শাহ-র সভায় অশান্তি, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, ২০ ঘণ্টা আগেই ভোটপ্রচার শেষের মত ঘটনায় রাজ্যে চাপা উত্তেজনা আছে। আর তাই কলকাতা ও কলকাতা লাগোয়া কেন্দ্রগুলির ভোটে অশান্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাংলার ৯টি লোকসভা কেন্দ্রে সপ্তম তথা শেষ দফায় নির্বাচন। কলকাতা (Kolkata) , দক্ষিণ চব্বিশ গরগণা (South 24 parganas) ও উত্তর চব্বিশ পরগণা (North 24 parganas)-য় ভোট হবে। যে 9টি লোকসভা কেন্দ্রে সপ্তম তথা শেষ দফায় ভোট হবে- দমদম (Dumdum), বারাসত (Barasat), বসিরহাট (Basirhat), জয়নগর (Joynagar), মথুরাপুর (Mathurapur), ডায়মন্ডহারবার (Diamond Harbour), যাদবপুর (Jadavpur), কলকাতা দক্ষিণ (Kolkata South), কলকাতা উত্তর (Kolkata North) লোকসভা কেন্দ্রে।

চলতি লোকসভা নির্বাচনে বাংলায় ভোটে হিংসার বেশ কিছু ঘটনা ঘটেছে। অবশ্য ভোটদানের বিচারে শীর্ষে বাংলা (Bengal)। শেষ দফার ভোটে যাতে আর কোনও অশান্তি নয় তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন কোমর বেঁধে নেমেছে। রাজ্যে শেষ দফায় যে ৯টি লোকসভা আসনে ভোট হচ্ছে সেগুলির সব আসনেই জয়ী হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। এবারও তৃণমূল কিছুটা এগিয়ে থেকেই নামছে।

তবে বিজেপি এবার আদাজল খেয়ে নেমেছে। এই ৯টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি আশাবাদী অন্তত তিনটি আসন নিয়ে- কলকাতা উত্তর, দমদম, বসিরহাট। বারাসত নিয়েও আশাবাদী বিজেপি। দক্ষিণ ২৪ পরগনায় অবশ্য তৃণমূলকে এখনও বামপন্থীরাই চিন্তায় রেখেছে। তৃণমূল অবশ্য আশাবাদী শেষ দফার সব আসন গতবারের মত জিতবে। সপ্তম দফার ভোটের আগেও রাজ্যে অশান্তি চলছে। কমিশনের কর্তারা ছুটছেন। রাজ্যের নেতারাও ছুটছেন। এসব সপ্তম দফার ভোটকে উত্তপ্ত বানিয়ে দিয়েছে। এই দফায় রাজ্যের বেশ কিছু হেভিওয়েট প্রার্থীর ভাগ্যপরীক্ষা হতে চলেছে। তাদের মধ্যে আছেন- অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্য়োপাধ্যায়, সৌগত রায়, শমিক লাহিড়ি, মালা রায়। হেভিওয়েট প্রার্থীদের মত আছেন তারকা প্রার্থীরাও। নুসরত জাহান, মিমি-র মত গ্ল্যামার জগতের প্রার্থীরা।