
হুগলি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হলেন রচনা বন্দ্য়োপাধ্যায়। বিজেপির লকট চট্টোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হলেন তৃণমূলের রচনা। ২০২৪ সালেই প্রথম ভোটে দাঁড়ান রচনা। তৃণমূলের প্রার্থী হিসেবে বিজেপির লকেটের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে দেখা যায় রচনাকে। প্রথমবার দাঁড়িয়েই বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করে জয়ের হাসি হাসেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি কেন্দ্র থেকে ৩০ হাজারের বেশি ভোটে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হন বিজেপির লকেট চট্টোপাধ্যায়।