কলকাতা, ৪ জুন: আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে। তবে অবজারভাররা যদি রাজনীতি করেন, সেখানে রিয়েলি সরি। আরও ৩, ৪টি আসন আমাদের জেতার কথা রয়েছে। বঙ্গে সবুজ গড় ধরে রেখে এভাবেই নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)।
তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, তমলুকে ভোট হয়নি। ভিভিপ্যাট কাউন্টিং হলে দেখা যাবে, ওরা হারছে সেখানে। বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে। একদিক সিবিআইয়ের অত্যাচার, একদিকে ইডির অত্যাচার, একদিকে ইনকাম ট্যাক্স দফতরের অত্যাচার বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা আরও বলেন, বাংলার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। লোকসভা ভোটে বাংলার অনেক পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে বলে কটাক্ষ করেন মনতা বন্দ্যোপাধ্যায়। জেতার পরও নির্বাচন কমিশন চেষ্টা করছে, বিজেপিকে যদি আরও কিছু আসনে জেতানো যায়। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব তাঁকে বলেছেন বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অখিলেশ যাদবের পাশাপাশি বিহারে তেজস্বী যাদবের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানান মমতা বন্দ্য়োপাধ্যায়। অন্যদিকে ঝাড়খণ্ডে কল্পনা সোরেন, শরদ যাদবকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে জানান মমতা বন্দ্য়োপাধ্যায়। পাশাপাশি রাহুলকেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এতকিছুর পরও ইন্ডিয়া জোট জিতেছেন। মোদী হেরেছেন বলে আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্যায়।