West Bengal Loksabha Election Photo Credit: File Photo

আজ সকাল থেকে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি সহ দেশের ৪৯টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে । এরাজ্যের সাতটি আসন হল -বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলী, শ্রীরামপুর ও আরামবাগ। ৭টি আসনের জন্য লড়াই করছেন মোট ৮৮ জন। এর মধ্যে ১৪ জন মহিলা।

পঞ্চম দফার ভোটে বাংলার সাতটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক কোটি ২৫ লক্ষ ২৩ হাজার ৭০২ জন। এঁদের মধ্যে পুরুষ ভোটার ৬৩ লক্ষ ৫১ হাজার ৩২০ জন। মহিলা ভোটার ৬১ লক্ষ ৭২ হাজার ৩৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৪৮ জন। এ ছাড়া মোট ভোটারদের মধ্যে ১৮-১৯ বছর বয়সি ভোটার দু’লক্ষ ৬০ হাজার ৩৯৮ জন (মহিলা, পুরুষ এবং তৃতীয় লিঙ্গ মিলিয়ে)। ৮৫ বছরের বেশি বয়স ৮০ হাজার ৭৭৫ জন ভোটারের। ১০০ বছর পেরিয়ে গিয়েছেন এমন ৫৭১ জন ভোটারও রয়েছেন রাজ্যের পঞ্চম দফার নির্বাচনে।

পঞ্চম দফায় রাজ্যে মোট ১৩ হাজার ৫৮১টি বুথে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের হিসাবে এর মধ্যে স্পর্শকাতর বুথ ৭৭১১টি। মডেল বুথ ৯৩টি।এই ৭টি আসনের বহু বুথের পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন নিরাপত্তায় জোর দিয়েছে প্রথম থেকেই ।  অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।এছাড়া বুথের নিরাপত্তায় থাকবে ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি থাকবে ২৫ হাজারের বেশি রাজ্য পুলিশ।থাকবে ৫৬৭টি কুইক রেসপন্স টিম - Q R T। গত কয়েক দফার মত একশো শতাংশ বুথেই হবে ওয়েব কাস্টিং।

এই বারের ভোটে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই ছ’জন প্রাক্তন সাংসদের। এঁরা হলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ, হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, হাওড়ায় তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ায় তৃণমূলের প্রার্থী সাজদা আহমেদ এবং শ্রীরামপুরে তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকেই গত বারের নির্বাচিত সাংসদ। প্রত্যেকেই নিজের কেন্দ্র থেকেই লড়ছেন। শুধু আরামবাগে প্রার্থী বদল করেছে রাজ্যের শাসকদল। গতবারের বিজয়ী প্রার্থী অপরূপা পোদ্দারের বদলে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে।

বিদায়ী সাংসদদের বিরুদ্ধে যারা লড়াইয়ে নেমেছেন তারাও ভোটে নিজেদের প্রমাণ করার মরিয়া। যাদের মধ্যে শিরোনামে  রয়েছেন হুগলীর তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চ থেকে তিনি এ বার লড়ছেন  বিজেপির বিদায়ী সাংসদ তথা প্রাক্তন অভিনেত্রী লকেটের সঙ্গে। অন্য দিকে, ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে। ভাগ্য পরীক্ষা হবে শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরেরও। তৃণমূলের তিন বারের জয়ী সাংসদ কল্যাণের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর উপরেই ভরসা রেখেছে দল।