সপ্তম দফার ভোট চলছে আজ সকাল ৭টা থেকে। দেশজুড়ে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি লোকসভা আসনে ভোট চলেছে।পশ্চিমবঙ্গের ৯টি আসনে-র পাশাপাশি উত্তর প্রদেশের ১৩টি আসন, বিহারের ৮টি, হিমাচল প্রদেশের ৪টি, পঞ্জাবের ১৩টি, ওড়িশার ৬টি, ঝাড়খণ্ডের ৩টি ও চণ্ডীগড়ের ভোট গ্রহণ চলছে। দুপুর ১টা বেজে গেলেও এখনও ভোটদানের হার পেরোলনা ৫০ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে শেষ দফার ভোটে দুপুর ১টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৪০.০৯ শতাংশ। এখনও অবধি ভোটের হারে এগিয়ে হিমাচল প্রদেশ এবং সবচেয়ে পিছনে রয়েছে বিহার।
হিমাচল প্রদেশে এখনও অবধি ভোটের হার দুপুর ১টা অবধি ৪৮.৬৩ শতাংশ এবং বিহারে ভোটের হার ৩৫.৬৫ শতাংশ। এছাড়া চন্ডীগড়ে ৪০.১৪ শতাংশ, ঝাড়খণ্ডে ৪৬.৮০ শতাংশ,
ওড়িশায় ৩৭.৬৪ শতাংশ, পাঞ্জাবে ৩৭.৮০ শতাংশ, উত্তরপ্রদেশ ৩৯.৩১ শতাংশ ও পশ্চিমবঙ্গে ৪৫.০৭ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।
#LokSabhaElections2024 | 40.09% voter turnout recorded till 1 pm, in the 7th phase of elections.
Bihar 35.65%
Chandigarh 40.14%
Himachal Pradesh 48.63%
Jharkhand 46.80%
Odisha 37.64%
Punjab 37.80%
Uttar Pradesh 39.31%
West Bengal 45.07% pic.twitter.com/4jsl6EwUjG— ANI (@ANI) June 1, 2024