কলকাতা, ১৫ মে: আগামী ২ সপ্তাহ রাজ্যজুড়ে লকডাউন (Lockdown) জারি। সাংবাদিক বৈঠক করে লকডাউনের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় (Alapan Banerjee)। আগামীকাল থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন থাকবে। বন্ধ থাকবে মেট্রো, বাস। খোলা থাকবে হোম ডেলিভারি, ই-কমার্স। বন্ধ থাকবে সব সরকারি ও বেসরকারি অফিস। ওষুধের দোকান ও চশমার দোকান খোলা থাকবে। পেট্রল পাম্প খোলা থাকবে।
ব্যাঙ্ক চালু থাকবে বেলা ১০টা থেকে ২ টো পর্যন্ত। প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া খোলা থাকবে। বিবাহের অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষকে অনুমতি দেওয়া হবে না। শ্রাদ্ধের অনুষ্ঠানে ২০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না। অবশ্যই মানতে হবে শারীরিক দূরত্ব। খুচরো দোকান সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা। চা বাগানে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে।
রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি হল রাজ্যে। শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ থাকবে। লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা, ফেরি চলাচল বন্ধ থাকবে। ট্যাক্সি বা অটো চলাচল জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে। অটো রিপেয়ার শপ খোলা থাকবে।
আরও পড়ুন, করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়
সরকারি, বেসরকারি অফিসগুলিতে করাতে হবে ওয়ার্ক ফ্রম হোম। জরুরি ভিত্তিতে যাদের অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে তাদের পরিবহনের ব্যবস্থা করতে হবে অফিসগুলিকে।