কলকাতা, ১৫ মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পরিবারে শোকের ছায়া। করোনায় (COVID-19) আক্রান্ত হয়ে প্রয়াত মুখ্যমন্ত্রী মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায় (Ashim Banerjee)। বেশ কিছুদিন ধরেই করোনায় ভুগছিলেন তিনি। গত এক মাস ধরে মেডিকা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই বাড়িতে থাকতেন তাঁর ভাই।
আরও পড়ুন, দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ৩ লক্ষ ২৬ হাজার, কমল দৈনিক মৃত্যুও
আজ কোভিড প্রটোকল মেনেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। নিমতলা শ্মশানঘাটে হবে শেষকৃত্য।