কলকাতা, ২৭ মার্চ: তিলজলায় ৭ বছরের নাবালিকা খুনের ঘটনায় ফুঁসছে মানুষ। সোমবার বন্ডেল গেট অবরোধ করেন এলাকাবাসী। ফলে সপ্তাহের প্রথম কাজের দিন শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।
এরপর রাজপথেও ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। বাইকেও দেওয়া হয় আগুন। অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এরপর কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়। আরও পড়ুন- শুভেন্দুর তোপ তৃণমূলকে
দেখুন ছবিতে
West Bengal | Locals protest against the State Government and Administration over the death of a 7-year-old girl, in Kolkata. pic.twitter.com/ia65jSDxBI
— ANI (@ANI) March 27, 2023
তিলজলায় নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। অলোক কুমার নামের ধৃত যুবক পুলিশের জেরায় স্বীকার করে নিল খুনের আগে শিশুটিকে ধর্ষণ করেছে সে। প্রতিবেশী শিশুটির মাথায় হাতুড়ি মেরে সে খুন করে বলে সে জানায়। শিশুটিকে খুনের পর বস্তাবন্দি করে রেখে রান্না করেছিল অলোক কুমার। তল্লাশীর জন্য অলোকের আবাসনের তিন তলায় গিয়ে পুলিশ রান্নাঘরের ভিতর একটা বস্তা দেখে। সন্দেহ হলে সেটা খুললে পুলিশরা দেখেন শিশুটির রক্তাক্ত দেহ। বস্তাটা খুলতে অলোক বারবার বাধা দেওয়ায় পুলিশের সন্দেহ আরও বেড়েছিল। অলোক কুমারকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়ার পর অলোক পুলিশকে জানায়, তাঁর কোনও সন্তান না থাকায় তিনি হতাশ ছিলেন। তাঁর স্ত্রী-র কয়েকবার মিসক্যারেজ হয়। মাঝে নিমতলা ঘাটে এক তান্ত্রিকের সঙ্গে পরিচয় হয় চার। সেই তান্ত্রিক বলে, কোনও শিশুকে বলি দিলে তবেই তার সন্তান হবে। এই কথা শুনে সে প্রতিবেশীর শিশুকে খুন করে।