সোশ্যাল মিডিয়ার দৌলতে রাজ্যবাসীদের কাছে ভাইরাল শ্যামাসুন্দরী মায়ের মন্দির (Shyamsundari Temple)। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে অবস্থিত এই মন্দির নিয়ে একাধিক অলৌকিক কথা ভক্তদের মধ্যে অনেকেই জানেন। আর সেই কারণে শহর তো বটেই রাজ্যের বিভিন্ন প্রান্তের হিন্দু সম্প্রদায়ের মানুষরা ভিড় জমান এই মন্দির চত্বরে। মাকে একঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্তরা। আর সেই মন্দিরের পুরোহিতদের বিরুদ্ধেই উঠল প্রতারণার অভিযোগ। জানা যাচ্ছে, মন্দিরের ভক্তদের থেকে গয়নার দাবি করে বসছেন তাঁরা। আর এই অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছেছে তৃণমূল নেতৃত্ব। সঙ্গে রয়েছে পুলিশও।
অভিযোগ, মায়ের নাম করে বেশ কয়েকজন ভক্তের থেকে গয়না দাবি করেছেন পুরোহিতরা। কোনও ভক্ত পুজো দিতে গেলেই তাঁর গায়ে যদি মূল্যবান গয়না থাকে তাহলে তাঁকে নাকি বলা হচ্ছে যে মায়ের ওই গয়না পছন্দ। এছাড়া নাকি ভক্তদের কাছে ৫০০ থেকে ২৮ হাজার পর্যন্ত চাঁদা চাওয়া হচ্ছে। এই নিয়ে বুধবার সকাল থেকেই উত্তপ্ত ছিল শ্যামাসুন্দরী মায়ের মন্দির চত্বর। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মন্দির কর্তৃপক্ষ।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 1, 2025
এদিকে ঘটনার কথা কানে পৌঁছাতেই ওই এলাকায় পৌঁছান তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী সহ একাধিক নেতানেত্রী। সঙ্গে ছিল স্থানীয় পুলিশও। কুণাল জানান, পুলিশ মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলেছেন, জিজ্ঞেস করেছেন যে কোনও ট্রাস্ট আছে কিনা, কিন্তু তাঁরা কোনও সদুত্তর দিতে পারেননি। আমরা সকলেই হিন্দু, কালীভক্ত। কিন্তু এখানে মন্দিরের নামে ব্যবসা করা হচ্ছে। টাকা পয়সা, সোনা গয়না দাবি করা হচ্ছে। দেবীর ওপরে বিশ্বাস থাকলে এই মন্দিরের পাশাপাশি দক্ষিণেশ্বর, কালীঘাটসহ রাজ্যের বিভিন্ন কালী মন্দিরে যান। কোনও প্ররচনায় পা দেবেন না। এখানে কোনও ট্রাস্ট নেই।