নববর্ষে রাজ্যে বাড়ছে মদের দাম। যা নিঃসন্দেহে সুরাপ্রেমীদের জন্যে মোটেই সুখকর সংবাদ নয়। নতুন বছর উদযাপনে বঙ্গবাসী গিয়ে ভিড় করবে বিভিন্ন রেস্তোরাঁ, বার, পাব, নাইটক্লাবগুলোতে। কিন্তু তাঁর আগেই মদের দাম বাড়িয়ে (Liquor Price Hike) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ বেভারেজ কর্পোরেশন (West Bengal Beverage Corporation)।
কতটা দাম বাড়ছে?
নতুন বছরে রাজ্যে মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ বেভারেজ কর্পোরেশন (BEVCO)। জানা গিয়েছে বার, পাব, নাইটক্লাবগুলোতে অ্যালকোহলের দাম ১০% থেকে ১৫% বৃদ্ধি পাবে। যা অ্যালকোহল প্রেমিদের জন্যে হতাশার খবর। পশ্চিমবঙ্গ বেভারেজ কর্পোরেশনের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন আউটলেট গুলোতে মদের দাম ৭% থেকে ১০% বৃদ্ধি করা হয়েছে।
তবে গত সেপ্টেম্বরেই অর্থাৎ পুজোর আগেই বঙ্গে মদের দাম বৃদ্ধি পাওয়ার কথা ছিল। কিন্তু উৎসবের মরশুমে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল। কিন্তু এবার নতুন বছর থেকে বাড়ছে মদের দাম (Liquor Price Hike)। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই রাজ্যের দোকানগুলোতে বৃদ্ধি পাওয়া দামেই কিনবে হবে মদ।