কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণকাণ্ডের (Kasba Gang Rape Case) প্রতিবাদে রাস্তায় নেমেছে বিভিন্ন ধরনের মানুষ। এবার এই ঘটনার প্রতিবাদে পথে নামলেন আইনজীবীরা। আইনের ছাত্রীকে ধর্ষণ করার প্রতিবাদে শুক্রবার শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের পক্ষ বিক্ষোভ মিছিল করা হয়। শিলিগুড়ি আদালত থেকে সেবক মোড় পর্যন্ত চলে এই মিছিল। যেখানে যোগ অসংখ্য আইনজীবী। মহিলা, পুরুষ নির্বিশেষে সকলেই কসবার ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন।

অভিযুক্তদের ফাঁসির দাবি আইনজীবী মহলের

সকলের একটাই দাবি, অভিযুক্তদের কড়া শাস্তি দিতে হবে। আইনজীবী ইউসুফ আলি বলেন, এই ঘটনার কড়া নিন্দা জানাচ্ছি। আমরা চাই নির্যাতিতা বিচার পাক এবং দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করে অভিযুক্তের ফাঁসি দেওয়া হোক। এই ধরনের ঘটনায় আমরা সকলে নির্যাতিতার পাশে আমরা রয়েছি। সেই সঙ্গে মহিলা আইনজীবীদের নিরাপত্তা সুনিশ্চিতের দাবি জানাননো হয়েছে।

ঘটনার পূনর্নিমান চাইছে তদন্তকারীরা

এদিকে কসবাকাণ্ডের মূল তিন অভিযুক্ত ও নিরাপত্তারক্ষীকে শুক্রবার ভোররাতে কলেজে নিয়ে যাওয়া হয়। তদন্তকারীরা ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পূনর্নিমান চালালেন। প্রায় ৫ ঘন্টা ধরে চলে এই পূনর্নিমান। তারপর তাঁদের ফের জেলে নিয়ে যাওয়া হয়।