আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ধর্ষণকাণ্ডে প্রথম থেকেই নিরপেক্ষ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁ মতে, "আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারের ভয়ঙ্কর ধর্ষণ ও খুনের ঘটনায় সিপিএম ও বিজেপি যতই রাজনীতি করুক না কেন, তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকার কাউকে আড়াল করছে না বা কোনও রাগঢাক রাখছে না। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ও স্বচ্ছভাবে নির্দেশ দিয়েছেন, সেই মতো তদন্ত হয়েছে, গ্রেফতার হয়েছে। কিন্তু এমন কয়েকটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে কারণে মানুষ ভুলছেন এবং বাম-রামের চক্রান্তে সেই ভুল বোঝটাকে বিকৃত রাজনৈতিক কুৎসায় নিয়ে যাওয়া হয়েছে"।

কুণালের দাবি, "প্রথমদিকে যাঁরা দেহটি দেখতে পেয়েছিলেন, তাঁরা সঠিকভাবে সঠিক তথ্য বাইরে বেরোতে দেননি এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে দেননি। যদি স্থানীয় কেউ খবরটি বিলম্বিত বা বিকৃত করেন তাঁর দায় মুখ্যমন্ত্রীর হতে পারে না। তিনি ওইদিন কলকাতার বাইরে ছিলেন। তাঁর কাছে সঠিক খবর আসার পর তিনি যা করার করেছেন। ওই স্থানীয় স্তরে গাফিলতি ছিল এবং ভুল হয়েছে বলে খবর আসছে। দ্বিতীয়ত, যে অধ্যক্ষকে ঘিরে বিতর্ক, সেই সন্দীপ ঘোষ দোষী না নির্দোষ আমরা জানি না। তিনি কোনও দোষ করেছেন এমন কোনও প্রমাণ আমাদের কাছে নেই। কিন্তু ছাত্রছাত্রীদের অভিযোগের পর তাঁর ইস্তফা এবং তড়িঘড়ি ন্যাশানাল মেডিকেল নিয়ুক্ত হওয়া এই সংক্রান্ত খবরে মানুষ ভুল বুঝেছেন। এই পাপ ইচ্ছে করে তৃণমূলের সঙ্গে জড়ানো হচ্ছে। স্থানীয় বা প্রশাসনিক স্তরে কিছু ঘটলে সেটাকে মুখ্যমন্ত্রী কখনই আড়াল করার চেষ্টা করেননি"।