Abhishek Banerjee (Photo Credits: ANI)

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন। আর সেই উপলক্ষেই বুধবার আগাম শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুভেচ্ছাবার্তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পরে মুখ্যমন্ত্রী পদে তাঁকেই দেখতে চান, এদিন এমনই ইঙ্গিত দিলেন কুণাল। আর তারপরেই প্রশ্ন উঠছে হঠাৎ এবারের জন্মদিনেই কেন কুণালের মুখে এমন বার্তা? তাহলে কি আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অভিষেককেই দেখতে চলেছে তৃণমূলের একটা পক্ষ? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে কে রাজ্য ও দলের দায়িত্ব সামলাবেন এই নিয়ে দলের মধ্যেই কোনও ধন্দ দেখা দিচ্ছে, তাঁদেরকে বার্তা দিতেই এই ইঙ্গিতপূর্ণ পোস্ট? যদিও কুণালের এই মন্তব্যের কোনও উত্তর দেয়নি তৃণমূল নেতৃত্ব।

কুণাল এদিন শুভেচ্ছাবার্তা দেওয়ার পাশাপাশি লেখেন, "মমতাদিকে দীর্ঘকাল দেখেছি, এখন অভিষেককেও দেখছি। দ্রুত আরও পরিণত। আবেগের সঙ্গে মিশছে আধুনিক পদ্ধতি, প্রযুক্তি। আরও ধারালো হচ্ছে অভিষেক। সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারী। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্ব চলতে থাকুক, আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে"।

প্রসঙ্গত, এক সময়ে রাজনীতিতে পরিবারতন্ত্রের ঘোর বিরোধী ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনিই অভিষেককে রাজনীতিতে এনেছেন। এবং অভিষেককে রাজনৈতিক উত্তরসূরি হিসেবে খোদ মমতাই ঘোষণা করেছিলেন। এই পরিবারতন্ত্র দেখে ক্ষোভে দল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও তিনি নিজেই শিশির অধিকারীর ছেলে। কিন্তু মমতার পর অভিষেক কেন মুখ্যমন্ত্রী হবেন এই প্রশ্ন তুলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। এবার দেখার আগামী দিনে অভিষেককে নিয়ে বঙ্গ রাজনীতির জল কোনদিকে গড়ায়।