কলকাতা, ২৫ সেপ্টেম্বর: কলকাতার (Kolkata) রাজপথ ধরে আর চলবে না ট্রাম (Tram)। ফলে শহরের মাঝে যে ট্রামলাইনগুলি রয়েছে, তা তুলে ফেলা হবে। শুধুমাত্র একটি পতেই ট্রাম চলবে কলকাতায়। ধর্মতলা থেকে ময়দান, শুধুমাত্র এই একটি পথ ধরেই এগোবে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। হেরিটেজ হিসেবে সাক্ষী থাকতেই ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত রাস্তায় ট্রাম চালাবে রাজ্য সরকার। পর্যটকদের কথা মাথায় রেখেই শুধুমাত্র এই একটি লাইনে এবার থেকে ট্রাম চালানো হবে বলে জানানো হয় রাজ্যের তরফে।
ট্রামের জন্য রাস্তায় যানজট বাড়ছে। ফলে এই গতিময় জীবনে ধীরে সুস্থে চলা ঐতিহ্য়বাহী ট্রামের পথচলা কার্যত বন্ধ হচ্ছে কলকাতার রাস্তায়। অফিস টাইমে তাই ট্রামের জন্য রাস্তায় অত্যন্ত বেশি যানজট হতে শুরু করে। ফলে ট্রাম যাত্রা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা শহরে।
১৮৮৩ সালে প্রথম শুরু হয় ট্রামের যাত্রা। একমাত্র কলকাতাই এমন শহর, যেখানে বর্তমান সময়েও ট্রামের দেখা মেলে। এবার সেই কলকাতা শহর থেকেও বিদায় নিচ্ছে ঐতিহ্যবাহী ট্রাম।