কলকাতা, ১৮ মে: কড়াই গরম হয়ে আসার আগে যেমন তাপটা এসে লাগে রাঁধুনির গায়ে, ঠিক তেমনই যেন একরকম গরম অনুভব করছে কলকাতাবাসী। একে করোনা, তার ওপর লকডাউন, তারও ওপর আবারা রাজ্যের নেতা- মন্ত্রীদের গ্রেফতারিতে এমনতিই রাজ্যের হাওয়া গরম, তেমন গরম তাপমাত্রাও। একেবারে গরমে কাবু বঙ্গবাসী। অস্বস্তিসূচক মাত্রাতেও বেশ নাজেহাল অবস্থা। আরও পড়ুন: Madan Mitra Hospitalised: শ্বাসকষ্টের জের, ভোররাতে এসএসকেএমে ভর্তি মদন ও শোভন
গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি বেশি। এই নিয়ে টানা পাঁচদিন শহরের তাপমাত্রা ৫ ডিগ্রির মত বাড়ল। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছুঁতে পারার পূর্বাভাস রয়েছে। হতাশার কথা হল শুক্রবারের আগে কলকাতায় বজ্রগর্ভ মেঘের তেমন কোনো সম্ভাবনাই নেই। বরং শহরে দাবদাহ আরও বাড়বে। বাড়বে প্যাচপ্যাচে গরম। তবে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ও দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা-র মত জেলায় বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এত গরমের খবরের মাঝে স্বস্তির খবর একটাই চলতি বছর বর্ষা নির্ধারিত সময়ের আগে ঢুকে পড়তে পারে। এবছর সময়ের আগেই কেরলে তথা গোটা দেশে বর্ষা প্রবেশ করবে বলে জানানো হয়েছিল দিল্লির আবহাওয়া দফতরের তরফে।