কলকাতা, ২ ফেব্রুয়ারি: সহবাস সঙ্গীর উপর যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেতা আতীশ ভট্টাচার্যকে (Atish Bhattacharjee)। মঙ্গলবার হরিদেবপুর থানার পুলিশ (Police) আতীশকে গ্রেফতার করে। গত ৬ মাস ধরে আতীশ ভট্টাচার্য নিজের লিভ ইন পার্টনার তথা মডেল বান্ধবীর উপর যৌন নির্যাতন চালাচ্ছিলেন বলে অভিযোগ। পেশায় মডেল আতীশের বান্ধবী অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ হলে, হরিদেবপুর থানার তরফে গ্রেফতার করা হয় ওই উঠতি অভিনেতাকে।
গত ৬ মাস ধরে আতীশ বসিরহাটের বাসিন্দা ওই উঠতি মডেলের সঙ্গে সম্পর্কে জড়ান। দুজন সম্পর্কে জড়ানোর পর থেকেই তাঁরা একত্রবাস শুরু করেন। লিভ ইন সম্পর্কে থাকাকালীন আতীশ তাঁর বান্ধবীর উপর বিকৃত যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। উঠতি মডেলের অভিযোগের ভিত্তিতেই পুলিশ আতীশকে গ্রেফতার করে বলে খবর।
আতীশ লিভ ইন পার্টনারের উপর শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক অত্যাচারও চালাত বলে খবর।