Kolkata to Angkor Wat Direct Flight: ব্যাঙ্কক, কুয়ালালামপুরের পর এবার সিয়েম রিয়াপ। এই শহরেই আছে বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির আঙ্কোর ওয়াট। আঙ্কোর ওয়াট যেতে হলে কাম্বোডিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সিয়েম রিয়াপের বিমানবন্দর নামতে হয়। আর সেই সেম রিয়েপের সঙ্গে এবার সরাসরি বিমান চালু হল কলকাতার। ফেব্রুয়ারি মাস থেকেই কলকাতা থেকে একটা বিমান ধরে সরাসরি বিশ্বের চতুর্থ আশ্চর্য হিসাবে বিবেচিত কম্বোডিয়ার আঙ্কোর ওয়াটে উড়ে যাওয়া যাবে। সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলায় বেশ কম সময়ে এবং সাধ্যের মধ্যে খরচে বিশ্বের সবচেয়ে বড় মন্দির দেখার সুযোগ এসে যাচ্ছে কলকাতা ও বাংলার মানুষদের সামনে।
চলতি মাসের গোড়ায় কলকাতা থেকে সরাসরি ব্যাঙ্কক–কুয়ালালামপুর বিমান চালু হয়। বিদেশ হলেও কলকাতা থেকে বিমানে করে ব্যাঙ্ককে পৌঁছতে সময় লাগছে মাত্র আড়াই ঘণ্টা।
কলকাতা থেকে সরাসরি আঙ্কোর ওয়াট
Kolkata is set to get yet another International connection.
This time to Siem Reap - 2nd largest city of Cambodia, home to the famous Angkor Wat.
Indigo has announced the start of operations on this route from Feb. pic.twitter.com/OcAzBTrVuk
— Nabarun Bhattacharya (@Nabarun204) December 20, 2024
কলকাতা থেকে লন্ডন, শিকাগো, নিউ ইয়র্কের মতো একাধিক জায়গায় সরাসরি বিমান চালাতে চেয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার সবচেয়ে বেশী উদ্যোগী কলকাতা থেকে লন্ডন, সরাসরি বিমান চালানোর ব্যাপারে। কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপ যাওয়ার সরাসরি কোনও বিমান নেই। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশগুলিতে কলকাতা থেকে সরাসরি বিমান চালানোর প্রস্তাব রেখেছিলেন মুখ্যমন্ত্রী।