কলকাতাঃ উৎসবে মেতেছে কলকাতা(Kolkata)। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো(Durga Puja 2024) মানেই বাড়তি নজর থাকে কলকাতায়। থিম পুজোর(Theme Puja) ভিড়ে আটকে যায় চোখ। এই থিমের কারিগরি দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন দর্শকরা। মানুষের ঢল নামে শহরের বুকে। তেমনই এবার মানুষের ভিড় সল্টলেকের একে ব্লকে(Salt Lake AK Block)। কারণ তাদের অনবদ্য ভাবনা। যার ফলস্বরূপ জন্ম নিয়েছে এক অভিনব সৃষ্টি। এবারে সল্টলেকের একে ব্লকের থিম 'বারিবিন্দু।' থিমের ছোঁয়ার সঙ্গে পরিবেশ ভাবনার প্রতিফলন সবমিলিয়ে সবার মধ্যে নজর কাড়ছে এই মণ্ডপটি। জলের ফোঁটার শব্দ দিয়ে তৈরি করা হয়েছে ঢাকের শব্দ। এই অভিনব ভাবনার বাস্তবায়ন হয়েছে শিল্পী ভবতোষ সুতারের হাতে। বিভিন্ন আকারের ও ধরনের পাত্র বসানো রয়েছে। চৌকো ক্ষেত্রের নিচে জালের মতো বিছানো রয়েছে শব্দ ধরে রাখার প্রযুক্তি। উপর থেকে একটি বিশেষ পাইপলাইনের মাধ্যমে জলের ফোঁটা এনে ফেলা হচ্ছে। আর তাতেই তৈরি হচ্ছে ঢাকের মতো শব্দ। বৃষ্টির জলকে এক্ষেত্রে কাজে লাগানো হয়েছে। জল সংরক্ষণের বিষয়ে বার্তা দিতেই একে ব্লকের এই ভাবনা।
জলের ফোঁটায় ঢাকের আওয়াজ, নজর কাড়ছে কলকাতার পুজো মণ্ডপ
Durga Puja 2024: This raindrop-themed pandal focused on water conservation in Kolkata is a must-watch https://t.co/QE2Xk9IDiY
— The Indian Express (@IndianExpress) October 9, 2024
দেখুন মণ্ডপের ভিডিয়ো
A Durga Puja pandal in Salt Lake, Kolkata. Choreographed water droplets falling into utensils, making the sound of dhaak (drums). Theme is water conservation. pic.twitter.com/z6mnZeQBTv
— Pallav Nadhani (@pallavn) October 10, 2024