মধ্যমগ্রাম, ১০ ডিসেম্বর: সোমবার ভর সন্ধ্যায় ভয়াবহ আগুনে ঝলসে গেলেন সস্ত্রীক কলকাতা পুলিশের এএসআই। আক্রান্ত পুলিশকর্মী মধুসূদন দত্ত(৫৮)(ASI Madhusudan Dutta) কলকাতার মুচিপাড়া থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। একই সঙ্গে গুরুতর আহত হয়েছেন স্ত্রী শান্তি দত্ত(৪২)। (Shanti Dutta) আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দত্ত দম্পতির একমাত্র ছেলে গত রবিবার থেকে বাড়ির বাইরে ছিলেন। তাঁর নাম কিশোর দত্ত। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তিনি বাড়ি ফিরে আসেন। ততক্ষণে মধ্যমগ্রামের দেশবন্ধু রোডের দত্ত বাড়ি ধোঁয়ায় ঢেকেছে। বাড়ির ভিতর থেকে বাঁচান বাঁচান বলে নারী ও পুরুষ কণ্ঠের পরিত্রাহী চিৎকার শোনা যাচ্ছে। কন্তু বাড়ির ভিতরে থেকে গ্রিলের গেটে তালা লাগানো থাকায় প্রতিবেশীদের পক্ষে কিছুই করা সম্ভব হয়নি।
তৎক্ষণাৎ দমকলে খবর দেওয়া হয়। বারাসত থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমেই তালা ভেঙে অগ্নিদগ্ধ দত্ত দম্পতিকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রতিবেশীরা জানিয়েছেন, ছেলেকে বাড়ির বাইরে দেখতে পেয়েই তালা খোলার জন্য বার বার বলতে থাকেন মুধুসূদনবাবু। কিন্তু চাবি তো ভিতরে তাই কিছুই করা যায়নি। শট সার্কিট থেকে আগুন লাগল নাকি রান্নাঘরের থেকে, তা এখনও স্পষ্ট নয়। তবে রান্নাঘরে প্রচুর পরিমাণে কেরোসিন মজুত ছিল বলে জানা গিয়েছে। দত্ত দম্পতি কোনও কারণে আত্মঘাতী হওয়ার চেষ্টা করছিলেন কি না তানিয়েও সন্দেহ দেখা দিয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে বাড়ির গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে গিয়েছে। একটি ঘরে একেবারে ছাই। আরও পড়ুন-CM Mamata Banerjee On CAB: 'নাগরিকত্ব বিলে ভয় পাবেন না পাশে আছি, একজনকেও তাড়ানো চলবে না'; কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা ব্যানার্জি
তবে আগুন লাগার পিছনে ঠিক কোন কারণ রয়েছে তা এখন বুঝতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রতিবেশীদের জেরা পর্ব চলছে। মধুসূদন দত্ত ছাপোষা মধ্যবিত্ত। সোমবার সন্ধ্যাতেই তিনি কর্মক্ষেত্র থেকে ফিরে আসেন। শেষপর্যন্ত এএসআইএ-র বাড়িতে কী কারমে লাগল আগুন তানিয়ে কানাঘুষো শুরু হয়েছে। এদিকে আপাতশান্ত দেশবন্ধু রোডে এই ভয়াবহ আগুনকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে