Mamata Banerjee (Photo Credit: Facebook)

কলকাতা, ১৭ সেপ্টেম্বর: অবশেষে দাবিপূরণ। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal)-কে সরানো হচ্ছে। সরানো হচ্ছে ডিসি নর্থ অভিষেক গুপ্তা-কে। এদিন রাতে জুনিয়ার ডাক্তারদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ঘোষণা করলেন, " জুনিয়র ডাক্তারদের দাবির কথা মাথায় রেখে, বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন তিনি ইস্তফা দিতে তৈরি আছেন।"আরজি কর কাণ্ডের শুরু থেকেই বিনীত গোয়েলের পদত্যাগের দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে।

আন্দোলনকারীদের সঙ্গে আর কোনওরকম সংঘাতে না গিয়ে আলোচনার ভিত্তিতেই সমাধানের পথে এগিয়ে গেল নবান্ন। কালীঘাটে মুখ্যমন্ত্রী নিজের বাসভবনে দু ঘণ্টারও বেশী সময় বৈঠকের পর আন্দোলনকারীদের তিনটি শর্ত মেনে নিলেন। পুলিশ কমিশনারের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তাকে সরানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিকেল ৪টের মধ্যে নতুন পুলিশ কমিশনার দায়িত্বে আসবেন বলে মমতা জানিয়েছেন। আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে দু'ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষ, জট কাটল কি!

কলকাতার সিপি-র পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হচ্ছে

বৈঠকের মিনিটস

সুপ্রিম কোর্টের মামলায় বিনীত গোয়েল কাজ করতে চাওয়া সেখানেই ওনাকে দেওয়া হয়েছে বলে মমতা জানান। এবার ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাঁচ দফা দাবি সহ একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছিসেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তিনটি দাবি মেনে নিল রাজ্য সরকার। সিপি-কে সরানোর খবর আসতেই স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনরত ডাক্তাররা, ও শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখানো মানুষ খুশিতে মেতে ওঠেন। এরই মধ্যে আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে হবে আরজি কর মামলার শুনানি।