Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ২ জুলাই: বৃহস্পতিবারই এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) দাম বেড়েছে সাড়ে ২৫ টাকা। তার মধ্যে আজ, শুক্রবার ফের বাড়ল পেট্রলের দাম (Petrol Price)। কলকাতায় ৪০ পয়সা বেড়েছে দাম। কলকাতায় প্রায় ১০০ ছুঁতে চলেছে পেট্রল। আজ কলকাতায় লিটার প্রতি ৯৯ টাকা ৪ পয়সায় বিক্রি হচ্ছে পেট্রল। তবে ডিজেলের (Diesel) দাম অপরিবর্তিত রয়েছে। লিটার প্রতি ৯২ টাকা ৩ পয়সায় বিক্রি হচ্ছে ডিজেল।

অন্যদিকে, রাজধানী দিল্লিতেও ১০০ ছুঁতে চলেছে পেট্রল। এখানে পেট্রলের দাম লিটার প্রতি ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৯.১৬ টাকা। ডিজেল প্রতি লিটারে ৮৯.১৮ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে প্রতি লিটারে ১০৫ টাকা ২৪ পয়সায় বিক্রি হচ্ছে পেট্রল। চেন্নাইতে ১০০ পেরিয়েছে প্রতি লিটার পেট্রল। আরও পড়ুন, ভুয়ো টিকা কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ তথাগতর, কী বললেন তিনি?

জ্বালানির দাম বাড়ায় বাজারদরে আগুন দাম। সব্জি থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে অনেকখানি। মধ্যবিত্তের মাথায় হাত। করোনা অতিমারীর কালে এমনিতেই বেতন ছাঁটাই, কর্ম হারা হয়ে বসে রয়েছেন লক্ষ লক্ষ মানুষ, এরমধ্যে মূল্যবৃদ্ধির কোপ। সবমিলিয়ে, নাজেহাল সাধারণ মানুষ।

এই হারে মূল্যবৃদ্ধির পরও নির্বিকার সরকার। উজ্জ্বলা যোজনার গ্রাহকরা কীভাবে গ্যাস কিনবে? চাষের জমিতে বহুমূল্য জ্বালানির ব্যবহার কীকরে করবে? তা নিয়ে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই কেন্দ্র সরকারের। উপরন্তু কেন্দ্র জ্বালানি তেলের ওপর অন্তঃশুল্ক বাড়িয়েই চলেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম খুব একটা বেশি না হওয়া সত্ত্বেও প্রতিদিন বেড়েই চলেছে জ্বালানি মূল্য। এভাবে পকেটে টান পড়লে কোথায় যাবে মধ্যবিত্ত? তার দিশা নেই।