Kolkata Rain (Photo Credit: ANI/X)

Kolkata Drainage Capacity: চলতি বর্ষায় দেশের বেশিরভাগ শহরেই জল জমেছে। এবারের বর্ষায় গুরগাঁও, দিল্লি, পুণে, বেঙ্গালুরু, চেন্নাইয়ের মত মেট্রোপলিটন শহরের মত কলকাতাতেও রাস্তায় জল জমে। তবে কলকাতা পুরসভার জলনিকাশী ব্যবস্থাকে এখন মডেল বলে মনে করা হচ্ছে। ইকনমি টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কীভাবে দেশের দুই তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরু ও গুরগাঁও জলনিকাশ বা জমা জল পাম্প করার বিষয়ে কলকাতার থেকে শিখতে পারে। প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয়েছে...'পাম্প ইট লাইক কলকাতা' (কলকাতর মত জলনিকাশ করুন।)।

পাম্প ইট লাইক কলকাতা

পরিসংখ্যান বলছে, কলকাতাকে মাত্র কয়েক বছরের মধ্যে তার নিকাশী ক্ষমতাকে দ্বিগুণ করেছে। কলকাতা পুরসভা, ২০ লক্ষ টন পলি বের করে এবং তার জলাভূমিগুলিকে কাজে লাগিয়ে বৃষ্টির জল দ্রুত নামাতে পারছে। যে বিষয়ে ব্যর্থ হচ্ছে গুরগাঁও, বেঙ্গালুরর মত শহরগুলি।

দেখুন খবরটি

 

জলনিকাশে বড় সাফল্য কলকাতার

জলনিকাশে উন্নতি করেছে শহর

এক দশক আগে কলকাতার নিকাশী ব্যবস্থা প্রতি ঘণ্টায় ৬ মিমি বৃষ্টিপাত সামলাতে পারত, কিন্তু এখন তিলোত্তমায় জলনিকাশের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার সাফল্য প্রমাণ করে যে নিকাশী ব্যবস্থা এবং পলি বের করে ধারাবাহিক বিনিয়োগ শহুরে বন্যা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য পার্থক্য আনতে পারে। কলকাতার জলাবদ্ধতা নিয়ন্ত্রণে জলাভূমি সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।