
গত ১৬ মে আর্থিক তছরূপ মামলায় গ্রেফতার হয়েছেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারপার্সন ও ম্যানেজিং ডাইরেক্টর সুবোধ কুমার গোয়েল। এই মামলায় দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা আনেন ইডি (Enforcement Directorate) আধিকারিকরা। বুধবার তাঁকে পিএমএলএ বিশেষ আদালতে তোলা হয়। এর আগেও গত ১৭ মে তাঁকে আদালতে তোলা হয়। তখন ২১ মে পর্যন্ত হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়ছিল। যদিও সংবাদ প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত আদালতের তরফ থেকে এখনও এই মামলা সংক্রান্ত কোনও নির্দেশ আসেনি।
বেআইনিভাবে ঋণ পাইয়ে দিয়েছিলেন সুবোধ গোয়েল
প্রসঙ্গত, ইউকো ব্যাঙ্কের শীর্ষপদে থাকাকালীন কনকাস্ট স্টিল এন্ড পাওয়ার লিমিটেড (সিএসপিএল)সহ একাধিক সংস্থাকে বেআইনিভাবে মোটা অঙ্কের ঋণ করিয়ে দিয়েছিলেন তিনি। বিনিময়ে সেখান থেকে মোটা টাকা ভাগ পান তিনি। এছাড়া উপহার হিসেবে সোনার গয়না, সম্পত্তি, গাড়ি ইত্যাদিও পান তিনি। প্রথমবারের জন্য সিএসপিএল-এর ১৪০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করেছিলেন তিনি। অভিযোগ, সেই সময় আরবিআইয়ের সমস্ত নির্দেশিকা পালন করেননি তিনি।
গ্রেফতার হয় সিএসপিএলের প্রোমোটার
জানা যাচ্ছে, গতবছর এই মামলার তদন্তে নেমে ডিসেম্বর মাসে সঞ্জয় সুরেকা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল ইডি। এই সঞ্জয় ছিলেন সিএসপিএল সংস্থার প্রোমোটার। তাঁকে জেরা করতেই উঠে আসে সুবোধের নাম। এরপর চলতি বছরের এপ্রিল মাসে সুবোধের বাড়িতে তল্লাশি চালায় ইডি।