Kolkata Metro (Photo Credit: X@airnewsalerts)

রাত পেরোলেই বাঙালির প্রিয় দোলযাত্রা। রঙের খেলায় মাতোয়ারা হয়ে উঠবে গোটা দেশ। একইভাবে শামিল হবে বাঙালিরাও। রঙের এই উৎসবে আনন্দ করতে গিয়ে অনেক সময় অনেক জিনিসের সৌন্দর্য নষ্ট করে ফেলার অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে দোলের সময় গত কয়েক বছর ধরেই কম মেট্রো চলাচল করে। চলতি বছরেও তার ব্যতিক্রম হলো না। উৎসবের আগে মেট্রো পরিষেবা নিয়ে একগুচ্ছ ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

দোলযাত্রা উপলক্ষ্যে মেট্রো রেল আগামী শুক্রবার কম ট্রেন চালাবে। ঐদিন কবি সুভাষ দক্ষিনেশ্বর করিডরে ২৬২টির পরিবর্তে আপ ও ডাউনে মোট ৬০টি ট্রেন চালানো হবে। দুই প্রান্ত থেকে দুপুর আড়াইটায় প্রথম ট্রেন ছাড়বে। অন্যদিকে এসপ্ল্যানেড হাওড়া ময়দানের মধ্যে (১৩০টির পরিবর্তে) ৪২টি ও শিয়ালদা-সেক্টর ফাইভের মধ্যে (১০৬টির পরিবর্তে) ২২টি ট্রেন চালানো হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। মাঝেরহাট-জোকা ও কবি সুভাষ-রুবী করিডরে ঐদিন-কোনো ট্রেন চলবে না।

Kolkata Metro Service on Holi (Photo Credit: X@metrorailwaykol)

ব্লু লাইনে দোলের দিনে মেট্রোর সময়সূচিঃ

  • শুক্রবার (১৪ মার্চ) দোলযাত্রার দিনে ব্লু লাইনে পরিষেবা শুরু হবে আড়াইটে থেকে।
  • ওই দিন কবি সুভাষ ও নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে দুুপুর আড়াইটেয়।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটেয়।
  • নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো সকাল ৭টা ৪ মিনিটের পরিবর্তে ছাড়বে দুপুর আড়াইটেয়।
  • তবে এই রুটের শেষ মেট্রোর ক্ষেত্রে সময়ের কোনও পরিবর্তন করা হয়নি।

গ্রিন লাইনে মেট্রো রেলের সময়সূচিঃ

  • শুক্রবার দোলযাত্রার দিনে গ্রিন লাইন-২-বেলা ৩টে থেকে পরিষেবা চালু হবে। ১৫ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা।
  • গ্রিন লাইন-১ অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ লাইনে ওই দিন পরিষেবাগুলি শুরু হবে বেলা ৩টে থেকে এবং ৩০ মিনিটের ব্যবধানে মেট্রো পাওয়া যাবে।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান, গ্রিন লাইন -২-তে দোলের দিনে মেট্রোর সময়সূচি

  • হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড প্রথম মেট্রো সকাল ৭টার পরিবর্তে বিকেল ৩টেয় চলবে
  • এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে বিকেল ৩টেয়।
  • হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার শেষ মেট্রো ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ৮টায় ছাড়বে।
  • এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রোও ছাড়বে রাত ৮টায়।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ গ্রিন লাইন ১-এ দোলের দিনে মেট্রোর সময়সূচিঃ

  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম ট্রেন সকাল ৭টা ৫ মিনিটের পরিবর্তে বেলা ৩টেয় ছাড়বে।
  • শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার প্রথম ট্রেন সকাল ৬টা ৫৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টেয় ছাড়বে।
  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ মেট্রো ৯টা ৪০ মিনিটের পরিবর্তে রাত ৮টায় ছাড়বে।
  • শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটের জায়গায় রাত ৮টায় ছাড়বে।