Kolkata Metro (Photo Credit: X)

পুজোর পাঁচদিনে দর্শনার্থীদের লাইফ লাইন ছিল কলকাতা মেট্রো। তবে দশমীতে ঢাকের বোল মৃদু হতেই তাঁর রেশ পড়তে চলেছে মেট্রোর পরিষেবাতেও। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে একাদশীর দিন অর্থাৎ শুক্রবার (০৩ অক্টোবর, ২০২৫) ব্লু লাইন মেট্রোতে বেশ কিছুটা কমবে রেকের সংখ্যা। ওই দিন মোট ২৩৬টি পরিষেবা চালু থাকবে।  একাদশীর দিন ভিড় তুলনামূলকভাবে কম থাকার কারণেই ২৭২টি ট্রেনের পরিবর্তে ২৩৬টি পরিষেবা (১১৮ আপ ও ১১৮ ডাউন) চালানো হবে।

আজ সকালে সাধারণ দিনের মত প্রথম মেট্রো পরিষেবা শুরু হয়েছে সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। একই সময়ে সকাল ৬টা ৫৪ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, সকাল ৬টা ৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে ছেড়েছে মেট্রো। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে,শেষ পরিষেবা পাওয়া যাবে রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। এছাড়া রাত ৯টা ৩৩ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং রাত ৯টা ৪৩ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দমদমের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে।

তবে আজ গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা চলবে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে।