করোনাভাইরাস নিয়ে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Photo: Facebook)

কলকাতা, ১৯ মার্চ: করোনাভাইরাস নিয়ে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি! ভাবছেন তাই নাকি। তবে হ্যাঁ। এটাই সত্যি। আগেও নানা বিষয়ে নিজের কলমের শক্তি দেখিয়েছেন তিনি এবার লিখলেন করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে। কবিতায় সরাসরি না হলেও রাজ্যের এক সরকারি আমলার দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সব জেনেও যারা সচেতনতা অবলম্বন করে না, তাদের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী।

'করোনা' শিরোনামে কবিতায় মমতা লিখেছেন,

আতঙ্কিত!

আতঙ্কতঙ্কে

সামাজিক জগত।

করোনা কারও নয়,

সীমান্ত প্রাচীরে।

রোগটা নাকি বড্ড ভারী!

'আমদানি' চলছে-

দেশে-বিদেশে।

গরীব মানুষগুলো

সমাজে খুব সচেতন।

কিন্তু যাদের সচেতনতা

এ সমাজকে আক্রান্ত করার

হাত থেকে বাঁচাতে পারতো,

তারা কি সচেতন?

না, সব জেনেও

'যাক না জগতটা উচ্ছন্নে'-

এই ভাব কিছু দামীদের।

নিজের ভালো ছাড়া

আর কিছু বোঝে না যারা।

ইবোলা-এবেলা-মার্স-সার্স

ডেঙ্গু-সোয়াইন ফ্লু!

সব হয়ে গেছে

কমজোরি-

করোনা করেছে গাঁ-উজাড়ি

ওটা নাকি বড্ড ভারী।

আরও পড়ুন: Narendra Modi Appeals Janta Curfew: রবিবার দেশজুড়ে 'জনতা-কার্ফু'-এর আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রাজ্য়ে এখনও পর্যন্ত এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই যুবক আবার রাজ্য প্রশাসনের এক পদস্থ আধিকারিকের ছেলে। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ওই যুবক। ওই যুবককে বিমানবন্দর কর্তৃপক্ষ বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি। বাড়ি ও অন্য জায়গায় যান। ১৬ মার্চ তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ডেপুটি সুপার ও অন্যদের সঙ্গে দেখা করেন। সেখানেই তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ ফেরান। তাঁর মা নবান্নে গেছিলেন, অনেক গুরুত্বপূর্ণ সভায় যোগও দিয়েছিলেন, অনেকের সঙ্গে দেখাও করেন। মঙ্গলবার তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মা, বাবা ও গাড়ির চালককেও রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। মোট সাতটি নমুনা সংগ্রহ করে পাঠানো হয় এসএসকেম ও নাইসেডে। ৫টি নমুনার রিপোর্টের মধ্যে চারটিতেই করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি।