নরেন্দ্র মোদি (Photo Credits: PTI)

নয়াদিল্লি, ১৯ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus Outbreak) মহামারী আটকাতে বড়সড় পদক্ষেপ মোদি সরকারের। দেশজুড়ে জনগন-কার্ফুর (Janta Curfew) আহ্বান প্রধানমন্ত্রী (Narendra Modi)। আগামী ২২ মার্চ অর্থাৎ রবিবার সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই কার্ফু জারি থাকবে। এই সময়ে বাড়ি থেকে কাউকে না বেরোনোর আহ্বান প্রধানমন্ত্রীর। একইসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, পরিস্থিতি মোকাবিলা অত্যন্ত কঠিন। কারণ এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশও কোনও দেশকে সাহায্য করবে না। আগামী বেশ কিছু সপ্তাহ দেশবাসীকে সাবধানে থাকতে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। বিশেষ করে প্রবীণ নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, এই সময় যতদিন পর্যন্ত দেশ মহামারী-মুক্ত হচ্ছে ততদিন ভিড় এড়িয়ে চলা এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরোনোর জন্য় আবেদন করলেন তিনি।

রবিবার বিকেল ঠিক ৫ টায় কার্ফু সাইরেন বাজবে। সেই সাইরেন বাজার সঙ্গে সঙ্গে বাড়ির ব্যালকনিতে বেরিয়ে আসতে হবে সকলকে। এ যেন সেই ইতালির ছবি। কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন বেশ কিছু মানুষ। কারোওর হাতে ভায়োলিন, কারোওর হাতে গিটার। সকলের গলায় করোনা জয়ের গান। নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সেই ইতালির আদলেই কার্ফু পালনের আর্জি জানালেন। বিকেল ৫টায় বারান্দায় এসে জড়ো হওয়ার আর্জি করলেন নরেন্দ্র মোদি। এরপর ঘণ্টা, হাততালি, থালা বাজিয়ে দেশের এই কঠিন লড়াইয়ে যারা এগিয়ে আসছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানালেন নরেন্দ্র মোদি।

দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণ থেকে একটিই আর্জি নরেন্দ্র মোদির। সরকারি কর্মী, বিমানবন্দরের কর্মী, সংবাদমাধ্যমের কর্মী; সবাই নিজেদের কথা না ভেবে অন্যের সেবায় কাজ করছেন দিনরাত। তাই তাদেরকে কৃতজ্ঞতা জানানোর কথাই জানালেন নরেন্দ্র মোদি। আগামী রবিবার সকলকে ঘরে থাকার অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি 'জনতা কার্ফু'-র খবর সকলের কাছে ছড়িয়ে দেওয়ারও বার্তা দিলেন তিনি।

এছাড়া প্রয়োজনীয় পণ্যসামগ্রী না পাওয়ার আশঙ্কা করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জনগণকে আশ্বাস দিয়েছেন যে দুধ, শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর মতো প্রয়োজনীয় পণ্যগুলির অভাব যাতে না ঘটে সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "আমি সকলকে অপরিহার্য পণ্য না পাওয়ার আশঙ্কায় কেনাকাটা করতে না যাওয়ার আহ্বান জানাচ্ছি। প্রয়োজনীয় পণ্যের অভাব যাতে না হয় সেদিকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।" এ ছাড়া প্রধানমন্ত্রী মোদি লোকজনকে বাড়ি থেকে কাজ করার জন্য আবেদন করেন। ষাট বছরের বেশি বয়সের প্রবীণ নাগরিকদের করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত ঘরে থাকার আহ্বান জানান।