দেরাদুন, ১৭ এপ্রিল: যেখানে বাঘের ভয়, সেখানে কার্ফু হয়। উত্তরাখণ্ডের পাউরি-গারওয়াল জেলায় প্রশসানের ১৪৪ ধারা জারির নতুন নির্দেশিকা দেখে এমনই বলতে হচ্ছে। উত্তরাখণ্ডের পাউরি-গারওয়াল জেলার রিখানিখাল ও ধুমাকোট তেহসিলসের অন্তত ১২টি গ্রামে বাঘের ভয়ে কার্ফু জারি করল প্রশাসন।
গরমের এই সময়টা বাঘেরা এই সব গ্রামের রাস্তা দাপিয়ে বেরাচ্ছে। লোক দেখলেই খিদে মেটাতে হামলা পড়ছে বাঘ। দিনের বেলায় তেমন ভয় নেই। ভয়টা সূর্যাস্তের পরেই। আর তাই রিখানিখাল ও ধুমাকোট তেহসিলসের প্রায় ডজনখানেক গ্রামের কেউ সন্ধ্য়া ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইরে বের হতে পারবে না। আরও পড়ুন-লকডাউন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ইউটিউবে, সতর্ক করল পিআইবি
দেখুন টুইট
In view of the #tiger terror, the Pauri Garhwal district administration has imposed curfew in dozens of villages of Rikhanikhal and Dhumakot tehsils.
The prohibitory orders will remain in force from 7 p.m. to 6 a.m.
(Representational image) pic.twitter.com/y7wkbxuvyE
— IANS (@ians_india) April 17, 2023
এইসব গ্রামবাসীরা অন্যত্র কাজ করতে গেলে সন্ধ্যার আগে বাড়ি ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। বন দফতরের কর্মীরা এইসব গ্রামের বাইরে পাহারা বা নজর রাখবেন।