কলকাতা, ১৬ জুন: করোনা (Coronavirus) থেকে আম্ফান ঘূর্ণিঝড়। রাজ্যের সমস্ত প্রতিকূল পরিস্থিতি রাজ্যের পাশে এসে দাঁড়িয়েছে কিং খানের ফ্যাঞ্চাইজি কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আম্ফান ঘূর্ণিঝড়ে (Amphan Cyclone) বিধ্বস্ত বেশ কিছু এলাকায় ত্রাণ পৌঁছে দিয়ে ইতিমধ্যে সংবাদ শিরোনামে উঠে এসেছিল কেকেআর। এবার কলকাতা কলেজ স্ট্রিটের পাশে দাঁড়াল কেকেআর। আম্ফান ঘূর্ণিঝড়ের দাপটে ভেসে গিয়েছিল কলকাতা বইপাড়ার একাধিক দোকান। রাস্তায় ওলট-পালট হয়ে পড়ে থাকা দামী দামী বইয়ের ছবি দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই। বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হন কলেজ স্ট্রিট (College Street)। এবার সেই বইপাড়াকেই সুন্দরভাবে সাজাতে আর্থিক সাহায্য করল কেকেআর।
পশ্চিমবঙ্গ প্রকাশক সভার হাতে কেকেআর আড়াই লক্ষ টাকা তুলে দিয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে, কেকেআর দলের সিইও টুইটে জানিয়েছেন সেকথা। টুইট করেন বোরিয়া মজুমদারও। টুইটে কেকেআর দলকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি আরও যারা নিজেদের সাধ্যমত বইপাড়াকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান বোরিয়া মজুমদার।
This is to thank @iamsrk @VenkyMysore and @KKRiders for their support to help rebuild College Street. Some of us in Kolkata @gbsaltlake #ABDS had tried to mobilise support and we are glad we got serious support from a lot of people. Thanks much.
— Boria Majumdar (@BoriaMajumdar) June 16, 2020
আম্ফানে ক্ষতবিক্ষত কলকাতার পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছে কেকেআর। মীর ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে রাজ্যের ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।আম্ফান মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে করোনা-পরিস্থিতি মোকাবিলায় পিপিই কিট-সহ অনুদান রাজ্য সরকারের হাতে তুলে দেয় কেকেআর। এছাড়াও ঘূর্ণিঝড় বিধ্বস্ত শহরে পাঁচ হাজার গাছের চারা লাগানোর প্রতিশ্রুতি দেয় কেকেআর। কেকেআর সহায়তা বাহন, উপকূলবর্তী বিধ্বস্ত এলাকায় কাজ করেছিল দলটি। কলকাতা, দুই চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের বিধ্বস্ত এলাকার মানুষের পাশে দাঁড়ায় কেকেআর। বাড়ি বাড়ি রেশন এবং স্বাস্থ্য সংক্রান্ত সামগ্রী পৌঁছে দিয়েছিলেন কেকেআর দলের সদস্যরা।