Vote (File pic)

কলকাতা, ৯ নভেম্বর:  অবশেষে হতে চলেছে পুরভোট। কলকাতা ও হাওড়া পুর নির্বাচন আগামী মাসেই। নির্বাচন কমিশনের সম্মতি মেলায় আগামী ১৯ ডিসেম্বর কলকাতার ১৪৪ টি ওয়ার্ড ও হাওড়ার ৫০ টি ওয়ার্ডে হবে পুর নির্বাচন। ফল ঘোষণা ২২ ডিসেম্বর। আগামী ২১ নভেম্বর পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য। ২০১৮ সালে মেয়াদ শেষ হওয়া পুরসভার কাজকর্ম দেখছে পুরপ্রশাসকরা। এজন্য নাকি শহরবাসী ঠিকমতো পুরপরিষেবা পাচ্ছেন না। সেসব বন্ধ করতে তাড়াতাড়ি পুরভোটের দাবি তুলে আদালতে গিয়েছিল বিরোধী বিজেপি।তবে েতদিনে রাজ্যের ফুরসৎ মিলেছে। উপনির্বাচনে ভাল ফল করার পর পুর ভোটের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল রাজ্য প্রশাসন। এতদিনে সবুজ সংকেত মিলতেই দিনক্ষণ নির্দিষ্ট হল।আরও পড়ুন- Padma Awards 2021: মরণোত্তর পদ্ম সম্মানে ভূষিত রামবিলাস পাসওয়ান

এদিকে ডিসেম্বর নয়, আগামী বছর ফেব্রুয়ারিতে পুরভোট চায় বিজেপি। শুধু তাই নয়, গোটা রাজ্যের সমস্ত পুরসভায় একসঙ্গে ভোট করতে হবে। যদিও সেই দাবিকে ধর্তব্যের মধ্যে আনেনি রাজ্য। এনিযে আদালতে জনস্বার্থ মামলার হুমকি দিয়েছে বিজেপি। তবে আগে কলকাতা ও হাওড়াতেই হচ্ছে পুর নির্বাচন, এই মর্মে নির্বাচন কমিশনের অনুমতিও রাজ্যের দিকে গেছে।