Chirag Paswan received Ram Vilas Paswan Award (Photo Credits: Twitter@rashtrapatibhvn)

নতুন দিল্লি, ৯ নভেম্বর:  মরণোত্তর পদ্ম সম্মানে ভূষিত হলেন  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। মঙ্গলবার বাবার হয়ে রাষ্ট্রপতি ভবনে পুরস্কার গ্রহণ করেন ছেলে চিরাগ পাসোয়ান। হৃদরোগে আক্রান্ত হয়ে গতবছর  ৮ অক্টোবর রামবিলাস পাসোয়ান প্রাণ হারান। মোদি সরকারের ক্রেতা সুরক্ষা, খাদ্য বণ্টন বিভাগের মন্ত্রী চিলেন তিনি। প্রথম মোদি সরকারেও সাফল্যের সঙ্গে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন। ১৯৭৭ সালে জনতা পার্টির টিকিটে প্রথম বিহারের হাজিপুরে জিতে লোকসভায় আসেন রামবিলাস পাসোয়ান। এবার রামবিলাস পাসোয়ান-সহ অরুণ জেটলি, সুষমা স্বরাজ, জর্জ ফার্নান্ডেজের মতো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীদের মরণোত্তর পদ্ম সম্মানে ভূষিত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আরও পড়ুন- Padma Award: মাটির দেওয়াল থেকে ক্যানভাস, পদ্ম সম্মান পেয়ে অভিভূত আদিবাসী শিল্পী

পদ্ম পুরস্কার ২০২০-তে ভূসিত হলেন ১১৯ জন। এর মধ্যে সাতজন পেয়েছেন পদ্মবিভূষণ, ১০ জন পদ্মভূষণ ও ১০২ জন পদ্মশ্রী। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় থাকা ২৯ জন মহিলা।  ১৬ জন মরণোত্তর পদ্ম পুরস্কারে ভূষিত হলেন। ও একজন পদ্ম সম্মান প্রাপক হলেন রূপান্তরিত।  প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতিবছর পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা হয়।