কসবায় ল’ কলেজে গণধর্ষণকাণ্ডে (Kasba Gang Rape Case) ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ তাঁর দুই সঙ্গীকে। গ্রেফতারির পর আদালতে পেশ করা হলে তিনজনকেই ১ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। যার মেয়াদ মঙ্গলবার অর্থাৎ আজ শেষ হচ্ছে। ফলে আজ নিরাপত্তারক্ষী সহ চারজনকেই আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই পুলিশের বিশেষ তদন্তকারী দল কলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। যা সম্ভবত আজই আদালতে পেশ করা হবে। এদিকে অভিযুক্ত মনোজিতের বাবা আইন ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রেখেছেন।
তদন্তপ্রক্রিয়ার ওপর আস্থা মনোজিতের বাবার
পেশায় পুরোহিত মনোজিতের বাবা রবীন মিশ্র বলেন, “গোটা বিষয়টি এখন বিচারপ্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফলে এই বিষয়ে এখনই আমার কোনও বক্তব্য নেই। আমাদের বিচারপ্রক্রিয়ার ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে। কলকাতা পুলিশের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। ছেলে যদি দোষী প্রমাণিত হয়, তাহলে অবশ্যই শাস্তি পাবে। তবে মিডিয়াতে এখন থেকেই অনেক কিছু বলা হচ্ছে। তাঁদের কাছে অনুরোধ একটু অপেক্ষা করুন, আগে আদালত যদি ওঁকে দোষী বলে, তাহলে নিশ্চয়ই কঠোর শাস্তি পাবে”।
মনোজিতের বিরুদ্ধে আগেও নাকি এরকম অভিযোগ উঠেছিল। এই প্রসঙ্গে রবীন বলেন, “তাহলে আগে তাঁকে গ্রেফতার করা হয়নি কেন? ছেলের বিরুদ্ধে নাকি একাধিক অভিযোগ আগে থেকেই ছিল, তাহলে পুলিশের উচিত ছিল আগে গ্রেফতার করা। ফলে দোষ করলে অবশ্যই তা প্রমাণ হবে। সত্যি সামনে আসবেই, ভারতের বিচারব্যবস্থা, কলকাতা পুলিশের তদন্তপ্রক্রিয়ার ওপর পূর্ণ আস্থা রয়েছে”।