Kolkata: ৩০ জুন পর্যন্ত রাজ্যে বন্ধ থাকছে স্কুল, কলেজ
প্রতীকী ছবি (Photo Credit: PTI)

কলকাতা, ৩১ মে: পশ্চিমবঙ্গে সব সরকারি, সাহায্যপ্রাপ্ত স্কুল (Schools), সরকারি, বেসরকারি কলেজ (College) ও বিশ্ববিদ্যালয় ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের প্রশাসনিক অফিসগুলি খোলা যাবে। আজ সাংবাদিক বৈঠকে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি (Partha Chatterjee)। শিক্ষা সচিব মণীশ জৈন শনিবার রাতেই বিজ্ঞপ্তি জারি করে সব উপাচার্যদের এ কথা জানিয়েছেন। এই সময়কালে হস্টেলগুলিও বন্ধ থাকবে।

তিনি জানান, পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। পরীক্ষার্থীদের পরতে হবে মাস্ক, ব্যবহার করতে হবে স্যানিটাইজার| দূরত্ববিধি মানা বাধ্যতামূলক। আম্ফানের কারণে কাজে ব্যাঘাত ঘটেছে। আম্ফান বিধ্বস্ত জেলাগুলিতে কতগুলি স্কুলে পরীক্ষা নেওয় হবে তা দেখা হচ্ছে।

আরও পড়ুন: Kolkata: সোমবার থেকে নামছে না বেসরকারি বাস, ভাড়া বৃদ্ধির নিয়ে সিদ্ধান্ত সরকারের ঘাড়ে ছাড়লেন বাস মালিকরা

তিনি জানান, ছাত্র-থাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী ও সশ্লিষ্ট সকলকে সুস্থ রাখা আমাদের কাছে অগ্রাধিকার। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে একজন করে বেঞ্চে বসিয়ে পরীক্ষা নেওয়া যায়, সে বিষয়েও ভাবনাচিন্তা চলছে বলে জানান তিনি।