কলকাতাঃ বঙ্গ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল কলকাতা দক্ষিণ। এই কেন্দ্রের বর্তমান সাংসদ মালা রায় (Mala Roy) । বহু রাজনৈতিক পালা বদলের সাক্ষী এই লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের প্রাক্তন সাংসদ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ ছাড়া এই কেন্দ্রের দু'বারের সাংসদ ছিলেন সুব্রত বক্সী। চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে দাঁড়িয়েছেন মালা রায় (Mala Roy)। আর অন্যদিকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন দেবশ্রী চৌধুরী। কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের ভোটগ্রহণ ১ লা জুন।
তৃণমূল কংগ্রেসের একটি ঘাঁটি হিসাবেই পরিচিত এই কেন্দ্র। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি সময় ধরে এই আসনটির অধিকারী ছিলেন। ২০১৯ লোকসভা নির্বাচনেও নিজেদের গড় ধরে রেখেছে রাজ্যের শাসক দল। গতবার তৃণমূল কংগ্রেসের হয়ে ৫ লক্ষ ৭৩ হাজার ১১৯ টি ভোট পেয়েছিলেন মালা রায়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী চন্দ্র কুমার বোস। তিনি পেয়েছিলেন ৪ লক্ষ ১৭ হাজার ৯২৭ টি ভোট। তৃতীয় স্থানে ছিলেন সিপিএমের নন্দিনী মুখোপাধ্যায়। সবসময়ই শিরোনামে থাকে এই কেন্দ্র। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, রত্না চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার,জাভেদ খানের মতো দুদে তৃণমূল নেতারা এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সব বিধানসভার বিধায়ক। বেহালা পশ্চিমও এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত। নিয়োগদুর্নীতিকাণ্ডে এখন জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এর কোনও প্রভাবই নাকি ভোট বাক্সে পড়বে না বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস।